কলকাতা: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় (School Service Commission) অবশেষে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিলেন কমিশনের উপদেষ্টা কমিটির দুই সদস্য অলোক সরকার ও তাপস পাঁজা। সোমবার বিকেলে তাঁদের বিধাননগর কমিশনারেটের পুলিস নিজাম প্যালেসে হাজির করায়। বাকি দুই সদস্য সুকান্ত আচার্য এবং পিকে বন্দ্যোপাধ্যায়ও হাজির হন সিবিআই দফতরে। তাঁদের নিজাম প্যালেসে নিয়ে আসেন কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত ডিসি সেন্ট্রাল শুভঙ্কর ভট্টাচার্য।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ শুক্রবার সিবিআইকে (CBI) নির্দেশ দেয়, উপদেষ্টা কমিটির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাঁরা হলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এস আচার্য, পার্থবাবুর ওএসডি পিকে বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর একে সরকার এবং শিক্ষা দফতরের ল’অফিসার টি পাঁজা।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পর শনিবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় (School Service Commission) উপদেষ্টা কমিটির চার সদস্যকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। সকাল ১০টার মধ্যে তাঁদের আসতে বলা হয়েছিল। বিকেল ৩টের পর সিবিআইকে তাঁরা মেল করে জানান, সোমবার ডিভিশন বেঞ্চে তাঁদের আবেদনের শুনানি রয়েছে। তাই সিবিআই দফতরে এদিন তাঁরা হাজিরা দেবেন না।
আরও পড়ুন- Aliah University: আলিয়ার উপাচার্যকে হেনস্থার ঘটনায় কঠোর রাজ্য, গ্রেফতার গিয়াসউদ্দিন মণ্ডল
সোমবার দিনভর হাইকোর্টে টানাপড়েন চলে এসএসসি মামলার ডিভিশন বেঞ্চ গঠন নিয়ে। প্রথম পর্বে এদিন সকালে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এসএসসির সমস্ত মামলা থেকে অব্যাহতি নেয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ঘোষণা করেন, বিচারপতি টি এস শিভাগ্নানমের নেতৃত্বে নতুন ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার শুনানি শুনবে। এর কিছুক্ষণের মধ্যেই বিচারপতি শিভাগ্নানমও বেঁকে বসেন। তিনিও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা শুনবেন না বলে অব্যাহতি চান।
প্রধান বিচারপতি আবারও নতুন বেঞ্চের কথা ঘোষণা করেন। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের নাম জানানো হয়। সন্ধ্যায় বিচারপতি সৌমেন সেনও জানিয়ে দেন, তিনি এই মামলা শুনতে রাজি নন। এরপরই ঘোষণা করা হয় বিচারপতি জয়মাল্য বাগচির নাম। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলার শুনানি হবে।