কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আদালত ও মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন মৃত ছাত্রনেতা আনিসের বাবা সালেম খান। বললেন, যদি এই নিয়ে কিছু ভুল বলে থাকি,তাহলে আমি ক্ষমাপ্রার্থী। সোমবার আদালতে দাঁড়িয়ে বিচারপতিকে নিয়ে করা মন্তব্যের পরই এ কথা বলেন তিনি।আদালত ও মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্যে ক্ষমা চাইলেন আনিসের বাবা।সাংবাদিকদের সামনে ক্ষমা চাইলেও তাকে হলফনামার মাধ্যমে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন।
সোমবার এজলাসে বিচারপতি রাজাশেখর মান্থার অনুপস্থিতি নিয়ে ঠিক কি বলেছেন সালেম খান?
সোমবার আদালতের নির্দেশে আনিস মামলার খুনের তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিটের।কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা এজলাসে উপস্থিত না হওয়ায় তাঁর গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলেন আনিসের বাবা। বলেন, বিচারপতির শারীরিক অসুস্থতা নাকি মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে এলেন না বিচারপতি।এক সপ্তাহের মধ্যে বিচারপতি এজলাসে না বসলে বুঝব, মুখ্যমন্ত্রীর চাপেই এটা হচ্ছে। এই কারণেই আমি প্রথম থেকে ছেলের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করে আসছি।সোমবারের এই বক্তব্যের পরই মঙ্গলবার ক্ষমা চাইলেন আনিসের বাবা সালেম খান।বললেন, বিষয়টি ঠিক সেভাবে বলতে চাইনি।
এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় মৃত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান।প্রথম থেকেই ছেলের মৃত্যুর তদন্তের জন্য সিবিআইয়ের দাবি করে এসেছেন তিনি। এদিন আরও একবার আদালতে দাঁড়িয়ে সেই আবেদনই করলেন ছাত্রনেতা আনিসের বাবা।তিনি বলেন, আদালতে সিট কি রিপোর্ট জমা দিয়েছে আমি জানি না।কিন্তু আদালতের উপর আমার ভরসা রয়েছে।সিট আমার ছেলের মৃত্যুর তদন্ত করতে পারবেনা। আমি তাই সিবিআই তদন্ত চাইছি।
আরও পড়ুন Balurghat Municipality: পুরসভায় ঢুকে পুরকর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল নেতা
এদিন তিনি আরও বলেন যে, আমি বরাবরই বলে এসেছি আদালতের উপর আমার আস্থা রয়েছে। রামপুরহাট, ঝালদা, হাঁসখালির ঘটনায় সিবিআই দেওয়া হলেও আমার ছেলের মৃত্যুর তদন্তে সিবিআই দেওয়া হচ্ছে না। আমতা থানার পুলিস আমার ছেলেকে খুন করেছে। তারা আমার ছেলের খুনের প্রকৃত বিচার করতে পারবে না। তাই আমি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইছি।
আরও পড়ুন Bank Fraud Case: রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গায়েব ৭৭ লক্ষ টাকা, জালিয়াতির শিকার ১৫৩