এই গরমে বাড়ির বাইরে বেরোনো মানেই ত্বকের ওপর অত্যাচার। একদিকে যেমন চাঁদি ফাটা রোদ, প্যাচ প্যাচে গরম অন্যদিকে আবার পরিবেশ দূষণ। এই সব মিলে মুখে ব্রণ, ঘামাচি, নাকের আসেপাসে ব্ল্যাকহেডস, ছোট-ছোট পিম্পল দেখা দেয়। এর ফলে মুখ দেখতে অপরিষ্কার ও আরও মলিন লাগে। অনেকেই এই সমস্যার চটজলদি সুরাহা করতে বাজার থেকে যেমন নামী দামি কসমেটিক কেনেন। তেমন আবার অনেকেই আছেন যারা ত্বকের শুশ্রুষা করতে প্রাকৃতিক উপকরণের ওপর ভরসা রাখেন। এদিকে মুখের ব্রণ কম করা গেলেও ব্ল্যাকহেডসের থেকে মুক্তি সহজ নয়। তাই কীভাবে চাল, মধু ও টোমেটোর ব্যবহারে ত্বকের যত্ন নেবেন দেখুন-
চালের তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন
এই ফেস মাস্ক বানাতে প্রয়োজন
- চালের গুঁড়ো- ২ চামচ(মিহি)
- মধু- ১ চা চামচ
- জল- ১ চামচ
ব্যবহারের বিধি
- প্রথমে চাল মিহি করে গুঁড়ো করে নিন। এবার এই চালের গুঁড়ো একটি পাত্রে নিন। এবার এতে মধু মেশান। এবার ভাল ভাবে এই মিশ্রণ ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন পরলে এতে সামান্য জলও মেশাতে পারেন।
- এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। অন্তত ৫ মিনিট পর্যন্ত মুখে এই মিশ্রণ লাগিয়ে রেখে পরিষ্কার করে নিন। তবে মুখের যেখানে ব্ল্যাক হেডস রয়েছে সেখানে এই মিশ্রণ অন্তত পক্ষে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।
- এরপর আলতো হাতে এই মিশ্রণ ডলে নিন। শুকিয়ে গেলে হাত গোল গোল করে ঘুরিয়ে এই মিশ্রণ সরিয়ে ফেলুন।
টোমেটো ফেস প্যাক
এই ফেস প্যাকের জন্য প্রয়োজনীয় উপকরণ
- টোমেটো (পিষে রাখা)- ১টা
- বিউলির ডাল (মিহি করে পিষে রাখা)- ১ চামচ
কীভাবে বানাবেন ফেস প্যাক
- এই ফেস প্যাক বানানোর জন্য প্রথমে বিউলির ডাল ভাল করে পিষে নিন। এবার প্রয়োজন মতো এই ডালের পরিমাণে একটি পাত্রে ঢালুন। এবার এতে পিষে রাখা টোমেটো দিয়ে ভাল করে দুই উপকরণ মিশিয়ে নিন।
- এবার এই ব্ল্যাক হেডসের ওপর এই মিশ্রণ লাগিয়ে নিন। কিছুক্ষণের জন্য এটা থাকতে দিন।
- মিশ্রণটি শুকিয়ে গেলে আলতো হাতে ডলে মিশ্রণ পরিষ্কার করে নিন।
- এরপর হাল্কা গরম জল দিয়ে মুখে ধুয়ে নিন।
(ছবি সৌ: Unsplash)