Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWBJEE Result: রাজ্য জয়েন্টে প্রথম ১০

WBJEE Result: রাজ্য জয়েন্টে প্রথম ১০

Follow Us :

কলকাতা: রাজ্য জয়েন্টেও জেলার জয়জয়কার। ১০ জনের মেধা তালিকার প্রথম দু’জনই হাওড়া ও শিলিগুড়ির বাসিন্দা। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ভালো স্কুলের টানে প্রথম ১০-এর অনেকেই নিজের শহর ছেড়ে অন্যত্র স্কুলে পড়াশোনা করেছেন। এবার জীবনের আরও বড় লক্ষ্যে পথ চলা শুরু হল তাঁদের। এ বছর ৯৮.৫ শতাংশ পরীক্ষার্থী তালিকায় এসেছেন। তাঁদের মধ্যে প্রথম দশ জন হলেন―

প্রথম: হিমাংশু শেখর, সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর (সিবিএসই)

দ্বিতীয়: হিমাংশু শেখর,  নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুল, শিলিগুড়ি (সিবিএসই)

তৃতীয়:  সপ্তর্ষি মুখোপাধ্যায়, ফিউচার ফাউন্ডেশন স্কুল, কলকাতা (আইএসসি)

চতুর্থ:  জাহ্নবী সাউ, সাউথ পয়েন্ট স্কুল, কলকাতা (সিবিএসই)

পঞ্চম: কৌস্তুভ চৌধুরী, জেনকিন্স স্কুল, কোচবিহার (রাজ্য বোর্ড)

ষষ্ঠ:  সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল, পূর্ব মেদিনীপুর (রাজ্য বোর্ড)

সপ্তম:  দেবরাজ কর্মকার,  ডিবিএমএস কদমা হাই স্কুল, জামশেদপুর (সিবিএসই)

অষ্টম: অগ্নিদ্ধ্র দে,   সাউথ পয়েন্ট স্কুল, কলকাতা (সিবিএসই)

নবম: অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ হাই স্কুল, কলকাতা (আইএসসি)

দশম: শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়,  ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর (সিবিএসই)

আরও পড়ুন- WBJEE Result: জয়েন্টের শীর্ষে উত্তর ২৪ পরগনা, প্রথম দশে রাজ্য বোর্ডের দুই পড়ুয়া

RELATED ARTICLES

Most Popular