Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCongress: নেতা-কর্মীদের উপর পুলিসি হামলা, প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কংগ্রেস

Congress: নেতা-কর্মীদের উপর পুলিসি হামলা, প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে কংগ্রেস

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দিল্লিতে নেতৃত্বের উপর পুলিসি অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। সোমবার কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে। তাঁর হাতে তুলে দেওয়া হবে স্মারকলিপি। দলীয় সূত্রের খবর, কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খারগের নেতৃত্বে ওই প্রতিনিধি দল সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছে।

গত সোমবার থেকে পরপর তিনদিন ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা  নয়ছয়য়ের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। অযথা হেনস্তার অভিযোগে কংগ্রেসের নেতা কর্মীরা তিনদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তিনদিনই দফায় দফায় পুলিসের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের সংঘর্ষ চলে।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ঢুকে পুলিস হামলা চালায় বলে অভিযোগ। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা জানিয়েছিলেন, ওই দিন কংগ্রেসের একাধিক নেতাকর্মীকে পুলিস মারধর করেছে। ওই দিনটিকে গণতন্ত্রের পক্ষে কালা দিন বলেও বর্ণনা করেন কংগ্রেস নেতা। শুধু তাই নয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনই দিল্লিতে বিভিন্ন জায়গায় কংগ্রেসের উপর বর্বর অত্যাচার করেছে পুলিস। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে রাজভবন অভিযান করে। এসব নিয়েই সোমবার কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান।

আরও পড়ুন- Gujarat Riots: দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে গুজরাত দাঙ্গার ইতিহাস ছেঁটে দিল এনসিইআরটি 

RELATED ARTICLES

Most Popular