skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsFake Sign: বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, গ্রেফতার...

Fake Sign: বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি প্রতারণা, গ্রেফতার ছেলে

Follow Us :

কলকাতা: বাবার সই নকল করে প্রতারণা। জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে। বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের সসিন্দা গ্রামে।

পুলিস জানিয়েছে,  সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিমেল চাষ যোগ্য জল জমি রয়েছে। আর  কিছুদিন আগে তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে তারই ছেলে তার সই নকল করে জাল দলিল বানিয়ে ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে।

বেলদা থানায় অভিযোগ দায়ের করেন বাবা কার্তিক ঘোষ। পুলিস এই ঘটনায় তাঁর ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে । শনিবার অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে।  তদন্তের কারণে  অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে বেলদা থানার পুলিস আদালতে আবেদন জানায়।  এই জাল দলিল বানিয়ে কী ভাবে জমি বিক্রি হল বা এবং এর পিছনে কারাই বা জড়িত ? সে বিষয়ে তদন্তে নামছে বেলদা থানার পুলিস।

আরও পড়ুন Agnipath Scheme: অগ্নিপথ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ রাজনাথের

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular