নয়াদিল্লি: বিশ্ব বাজারে দাম অনেকটাই কমেছে৷ তাই ঘরোয়া বাজারে ভোজ্য তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদ্যোগী হল কেন্দ্র৷ বুধবার ভোজ্য তেল উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, সাতদিনের মধ্যে কোম্পানিগুলিকে লিটারপিছু ১০ টাকা দাম কমাতে বলা হয়েছে৷ এছাড়া একই ব্র্যান্ডের তেল যাতে একই এমআরপিতে সারা দেশে বিক্রি হয়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে উৎপাদকদের৷
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই ভারতে ভোজ্য তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়৷ ভারত তার চাহিদার ৬০ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করে৷ তার মধ্যে ওই দুই দেশই প্রচুর পরিমাণে তেল ভারতে পাঠায়৷ তাই আশঙ্কা সত্যি প্রমাণ করে গত কয়েকমাসে লাগামছাড়া দাম বাড়ে সানফ্লাওয়ার, সয়াবিন তেলের৷ জ্বালানি ও রান্নার গ্যাসের সঙ্গে ভোজ্য তেলের আকাশছোঁয়া দামবৃদ্ধিতে সমস্যায় পড়েন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা৷ তবে জুনের শুরুতে আন্তর্জাতিক বাজারে টন প্রতি ৩০০-৪৫০ ডলার দাম কমায় ভারতে ভোজ্য তেলের দাম কমানোর ভাবনাচিন্তা শুরু করে সরকার৷ অনেক সংস্থাই গত মাসে তেলের দাম লিটারপিছু ১০-১৫ টাকা কমায়৷
এদিন বৈঠকের পর অনেক কোম্পানি সানফ্লাওয়ার ও সয়াবিন তেলের দাম কমানোর প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে বলে জানান খাদ্যসচিব৷ তবে একই ব্র্যান্ডের তেলের এমআরপিতে ৩-৫ টাকার ফারাক থাকে৷ সেই ফারাক যাতে না থাকে সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছে সরকার৷
আরও পড়ুন: Kerala Minister: সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপের মুখে কেরলে ইস্তফা মন্ত্রীর