২৫ অগস্ট মুক্তি পাচ্ছে পুরী জগন্নাথ পরিচালিত প্যান ইন্ডিয়ান ফিল্ম লাইগার।ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে,কারণ লাইগার দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোণ্ডার।ছবিতে তাঁর নায়িকা অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বিশেষ চরিত্রে দেখা যাবে বিশ্ববিখ্যাত বক্সার মাইক টাইসনকেও।কিছুদিন আগেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির অ্যাকশন প্যাক্ট ট্রেলারও।পুরোদমে ছবির প্রচারও করছেন বিজয় ও অনন্যা। সদ্যই লাইগার নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে,ছবি ইতিমধ্যেই সেন্সর বোর্ডে পাশ হয়ে গিয়েছে।ইউএ সার্টিফিকেট পেয়েছে বিজয় দেবরারোকাণ্ডা অভিনীত লাইগার।জানা যাচ্ছে ছবির মোট ড্যুরেশন ২ঘন্টা ২০ মিনিটের মতো। লাইগার যে রীতিমতো অ্যাকশন ও রোম্যান্সে জমজমাট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।হিন্দির পাশাপাশি সবকটি দক্ষিণী ভাষায় ছবি দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।
Html code here! Replace this with any non empty text and that's it.