Saturday, July 5, 2025
HomeবিনোদনSoumitrisha Mithai:'মিঠাই' এর আসল প্রেমিক কে!

Soumitrisha Mithai:’মিঠাই’ এর আসল প্রেমিক কে!

Follow Us :

অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই'(Mithai) এর মুখ্য চরিত্রের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু(Soumitrisha Kundoo) সম্প্রতি ‘দিদি নাম্বার ১'(Didi No.1) এর মঞ্চে হাজির হয়েছিলেন।সেখানেই সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়কে(Rachana Bannerjee) কিছু কথা জানিয়েছেন। আমতা আমতা করে এই প্রথমবার জনসমক্ষে ফাঁস করলেন মিঠাই তথা সৌমিতৃষা। এর আগে নানা জনের সঙ্গে তার নাম জড়িয়েছে। কিন্তু ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে এসে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন তাঁর প্রেমিক হল তার চ্যানেল ‘জি বাংলা'(Zee Bangla)।

ভ্যালেন্টাইনস ডে-তে জি বাংলা কর্তৃপক্ষ তাঁকে পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছেন। খোলা আকাশের নীচে দুধ সাদা বাথটবে গোলাপের পাপড়ি ছড়িয়ে তাঁর আরামের ব্যবস্থা করে দিয়েছেন। তাঁর শখ তাঁর চ্যানেল পূরণ করেছে। তাই তিনি তাঁর চ্যানেলের প্রেমেই মত্ত। 

প্রসঙ্গত, এর আগে সৌমিতৃষার নাম জড়িয়েছে তাঁর কো-ষ্টার আদৃত রায়ের সাথে। কখনো আবার অভিনেতা রিয়াজ লস্করের সাথেও তাঁর নাম জড়িয়েছে। শুভ্রজিৎ সাহার সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে জড়িয়ে গুঞ্জন ছড়াতেও বেশি সময় লাগেনি।  কিন্তু প্রেম নিয়ে এর আগে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39