কলকাতা: শনিবার নবান্ন সভাঘরে বৈঠক পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের (Eastern Zonal Security Council)।বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে থাকবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav), হেমন্ত সোরেন (Hemant Soren) সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও ওড়িশা(Odisa) থেকে থাকছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন চার রাজ্যের মুখ্য ও সরাষ্ট্রসচিবরাও।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) এই বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছন। এদিনের বৈঠকে তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Ajay Kumar Bhalla)-সহ এক প্রতিনিধি দল। এই বৈঠকের এই বৈঠকের ভাইস চেয়ারম্যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ছাড়াও থাকছেন সেচসচিব প্রভাত মিশ্র।
আরও পড়ুন:Weather: শনিবার শহরের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
এই বৈঠককে কেন্দ্র করে গতকাল থেকেই নবান্নে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব নবান্ন সভাঘরের নিরাপত্তা ও বৈঠকের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদ। আন্তঃরাজ্য সীমান্তে পরিবহণ, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করা হয় এই বৈঠকে। আজকের বৈঠকে জিএসটির বকেয়া অর্থ নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্র খবর।