Saturday, July 5, 2025
HomeদেশAmit Shah: আজ ত্রিপুরায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহর, বিজেপির রথযাত্রার সূচনা

Amit Shah: আজ ত্রিপুরায় ভোটের ঢাকে কাঠি অমিত শাহর, বিজেপির রথযাত্রার সূচনা

Follow Us :

আগরতলা: ভোটমুখী ত্রিপুরায় (Assembly Election of Tripura) জনসংযোগের বার্তা দিতে আজ, বৃহস্পতিবার রাজ্যে দুটি রথযাত্রা (Rathyatras) সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিনের ত্রিপুরা শহরে এদিনই তাঁর আসার কথা থাকলেও বুধবার রাতেই তিনি গুয়াহাটি পৌঁছে যান। কারণ, রাত ১০টা নাগাদ বিমানবাহিনীর একটি বিমানে আগরতলা (Agartala) যাওয়ার পথে প্রচণ্ড কুয়াশার জন্য বিমানটিকে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করানো হয়। কারণ ওই রাতে আগরতলা বিমানবন্দরে বিমান নামানোর মতো দৃশ্যমানতা ছিল না। সেখানেই রাত্রিযাপন করেন তিনি। অমিত শাহের ত্রিপুরা সফরকে ঘিরে গোটা রাজ্যকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।

এদিন আগরতলা থেকে ১৯০ কিমি দূরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে প্রথম রথযাত্রার সূচনা করবেন শাহ। তারপর তিনি দক্ষিণ ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের লাগোয়া সাব্রুম থেকে দ্বিতীয় রথযাত্রার সূচনা করবেন। এই দুই রথযাত্রার সূচনা করেই ফিরে যাবেন তিনি। রথযাত্রা উপলক্ষে বেশ কয়েকটি জনসভার আয়োজন করেছে রাজ্য বিজেপি। ১২ জানুয়ারি, রথযাত্রার অন্তে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) রাজ্যে আসবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: Corona Kolkata: বিদেশ ফেরত চারজনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট, সতর্ক স্বাস্থ্য দফতর

বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, এদিন বেলা ১১টা নাগাদ আগরতলায় পৌঁছবেন শাহ। সেখানে ধর্মনগর থেকে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন এবং এক জনসভায় ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Manik Saha) বলেন, এই যাত্রার মাধ্যমেই রাজ্যে ভোট প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে। জনবিশ্বাস যাত্রা মোট ১০০০ কিমি পথ হাঁটবে এবং রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। উল্লেখ্য, এবছরেরই ফেব্রুয়ারি-মার্চে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামে ভোট হবে।

প্রসঙ্গত, বিজেপির এই কর্মসূচির মুখেই গত মঙ্গলবার সাবেক বামশাসিত ত্রিপুরার সিপিএমের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়ির সামনে বিজেপি এবং সিপিএমের ধুন্ধুমার মারামারি হয়। গোমতী জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ফলে ভোটের আগে থেকেই অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্যে। কারণ, ত্রিপুরা দীর্ঘদিন ধরে কংগ্রেস ও সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। এখন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসও (TMC) এই রাজ্যে প্রভাব বিস্তার করেছে। ফলে লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Dilip Ghosh | 'নিজে থেকে দলে আসিনি...' দিলীপের মন্তব্যে প্রবল জল্পনা, দল পরিবর্তন করবেন?
01:11:06
Video thumbnail
TMC | ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্ব/ন্দ্ব, তালা পড়ল পার্টি অফিসে, অভিযোগের তীর কাদের দিকে?
02:31:00
Video thumbnail
Santanu Sen | মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিলের পর এবার হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
01:59:35
Video thumbnail
Kasba Incident | সাত সকালে মনোজিতদের নিয়ে কসবার ল' কলেজে পুলিশ, কী কী তথ্য মিলল?
02:41:55
Video thumbnail
Iran-Israel | নেতানিয়াহুর ঘুমেও খামেনি? ইরানের মা/রে কোমর ভাঙা ইজরায়েল কী কী শিক্ষা পেল?
03:37:16
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:10:10
Video thumbnail
Politics | শমীক-জমানায় কাবু কাঁথির খোকাবাবু ?
04:35
Video thumbnail
Politics | দুর্নীতির প্রতিবাদে এবার সিপিএমে ৫০ পরিবার
05:56
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় উইকেট কেন সাজিয়ে দিল ইংল্যান্ড?
18:06
Video thumbnail
India-America | ভারত-মার্কিন সম্পর্কে U টার্ন, শক্তি বাড়াচ্ছে ভারত, ভয় পাবে কোন কোন দেশ?
03:21:56

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39