আসানসোল: শক্তিগড়ের পর এবার জামুড়িয়ায় (Jamuria) শুট আউট (Shoot Out)। আসানসোলের (Asansol) গাড়ির ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রের খবর, গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে জামুড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে রাস্তার ধারে স্করপিও গাড়ির থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। নিহত রাজেন্দ্র কুমার সাউ (Rajendra Kumar Sahu) পেশায় জমি ব্যবসায়ী।
পুলিশ সূত্রের খবর, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি স্করপিও গাড়ির সামনের সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রাজেন্দ্রর দেহ। রাস্তায একটি গুলির খোল পাওযা গিযেছে। পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেহটি। এরপর আসানসোল জেলা হাসপাতালে নিযে গেলে জানানো হয়, অনেক আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
নিহত রাজেন্দ্র কুমার সাউ পেশায় জমি ব্যবসায়ী ছিলেন। রানিগঞ্জ এলাকায় তিনি বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন। স্তাঁথানীয সূত্রের খবর তাঁর একটি রেশনের দোকান রয়েছে। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণে খুন? খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই শক্তিগড়ের ভিড়ে ঠাসা ল্যাংচার দোকানে ভরসন্ধ্যায় গুলি চলে। আততায়ীরা কলকাতার দিক থেকে গাড়িতে এসে ওই স্থানে দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গাড়ির ভিতরে থাকা ২ জনের দেহে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়লা ব্যবসায়ী রাজু ঝায়ের। নিহত রাজু ঝায়ের সঙ্গীর হাতে গুলি লাগে। পুলিশ সূত্রের খবর, গত ২৬ ফেব্রুয়ারি দুর্গাপুরে রাজু ঝা-র ভাইয়ের অফিসে হামলাতেও টার্গেট ছিল রাজু ঝা। রাজু খুনের তদন্ত চলতে চলতেই শনিবার ফের খুনের ঘটনা ঘটল জামুড়িয়ায় রাস্তার ধারে।