কলকাতা: দত্তপুকুর বিস্ফোরণ (Duttapukur Blast)-কাণ্ডে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোড়া মামলা দায়ের বিজেপির। মঙ্গলবারই এই মামলার শুনানি হতে পারে। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজর্ষি লাহিড়ী মামলা দু’টি করেন। বিস্ফোরণের ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন তারা। মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি টিএস শিভগননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
আদালতে বিজেপির দাবি, বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতার জড়িত থাকার প্রমাণ রয়েছে। দত্তপুকুর বিস্ফোরণে নিষ্ক্রিয় রাজ্য পুলিশ। এমনকী সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে। সেই কারণেই সিবিআই এবং এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে। আগামিকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: যাদবপুরে এবার নারকোটিক্স ও অ্যালকোহল ডিটেক্টর, জানালেন উপাচার্য
দত্তপুকুর কাণ্ডের প্রতিবাদে এদিন বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি। তার আগে বিধানসভায় বিজেপি সদস্যরা এনআইএ ও সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান। তারা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। পরে ওয়াকআউট করে বিধানসভার লবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
এদিকে দত্তপুকুর বিস্ফোণের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত কেরামত আলির সহযোগী সফিক আলিকে গ্রেফতার করা হয়েছে। বাজি কারখানায় সফিকের অংশীদারিত্ব ছিল বলে জানা গিয়েছে। ধৃত সফিক আলি বাজি কারখানার মালিক কেরামত শেখের পার্টনার বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখন সেখানে মৃত্যুর সংখ্যা নয়ে পৌঁছেছে।