Saturday, July 5, 2025
Homeকলকাতাকলকাতায় নিপা, কেরল ফেরত যুবক ভর্তি বেলেঘাটা আইডিতে

কলকাতায় নিপা, কেরল ফেরত যুবক ভর্তি বেলেঘাটা আইডিতে

নিপা কিনা নিশ্চিত হতে নাইসেডে নমুনা পরীক্ষা

Follow Us :

কলকাতা: এবার কলকাতায় নিপার (Nipah Virus) থাবা। কেরল ফেরত যুবক ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। জ্বর, গা-হাত-পা ব্যথা আর বমি ভাব নিয়ে কেরলের এরনাকুলাম থেকে ফিরেছেন ওই যুবক। রাজ্যের স্বাস্থ্য প্রশাসন ঝুঁকি নিতে নারাজ। তাই তড়িঘড়ি ওই শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল।

সূত্রের খবর, তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। কেরলের এর্নাকুলামে কাজে গিয়েছিলেন যুবক। ওই শ্রমিক রাজ্যে ফেরার পর জ্বর, গা হাত পা ব্যথার উপসর্গ দেখা দেয়। প্রশাসনের তরফে তাঁকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। রামমোহন ব্লকের একাংশে তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছিল। সন্দেহটা নিপা ভাইরাস বলেই ওই রোগীকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয় সোমবার। মঙ্গলবার তাঁকে স্থানান্তরও করা হয়েছে আইডি-তে। তবে নিপারই হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। নিপা কিনা নিশ্চিত হতে নাইসেডে হতে পারে নমুনা পরীক্ষা। খবর স্বাস্থ্যভবন সূত্রে।

প্রসঙ্গত, বর্ষার শুরুর থেকেই কলকাতা থেকে জেলার সর্বত্রই জাঁকিয়ে বসেছে ডেঙ্গি আতঙ্ক। হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেক মানুষের। মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর হয়েছে। আক্রান্ত আরও বহু মানুষ। এদিকে হাসপাতালেও পর্যাপ্ত বেড মিলছে না বলে অভিযোগও সামনে আসছে। এই পরিস্থিতিতে তাই পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছিলেন প্রশাসনের কর্তারা। দুর্গাপুজোর পর কালীপুজোতেও ছুটি বাতিল করল পুর স্বাস্থ‌্যদপ্তর। কলকাতা পুরসভার স্বাস্থ‌্য বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির দিকে নজর রেখে অক্টোবর এবং নভেম্বরে সমস্ত ছুটির দিনেও কাজ করবে পুরসভার স্বাস্থ‌্যবিভাগ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39