Saturday, July 5, 2025
Homeরাজ্যপঞ্চম দফায় অশান্তি এড়াতে তৎপর কমিশন
Loksabha Elections 2024 5th Phase

পঞ্চম দফায় অশান্তি এড়াতে তৎপর কমিশন

পঞ্চম দফায় রাজ্যে ৭৯৯ কোম্পানি বাহিনী, থাকছে কুইক রেসপন্স টিমও

Follow Us :

কলকাতা: রাত পোহালেই পঞ্চম দফার ভোট (Loksabha Elections 2024 5th Phase)। এই দফায় পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র-সহ পুরো দেশে মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলিতে ভোটগ্রহণ হবে। রাজ্যের ৭টি লোকসভা আসনে মোট বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১টি। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১টি।

এই দফার ভোটে অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। পঞ্চম দফায় রাজ্যে থাকবে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারমধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। সঙ্গে থাকবে ২৫ হাজার ৫৯০ রাজ্য পুলিশ। পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম থাকছে এরাজ্যে। সোমবার রাজ্যে মোট QRT-র সংখ্যা ৫৬৭টি। কমিশন সূত্রে খবর, এর আগে কোনও দফায় রাজ্যে এত পরিমাণ কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়নি।

পঞ্চম দফায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ও QRT-র সংখ্যা:

  • ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুরে, এই কেন্দ্রে QRT-র সংখ্যা ৫১।
  • ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বনগাঁয়, QRT-র সংখ্যা ৪৪।
  • হুগলি গ্রামীণ এলাকায় মোতায়েন থাকবে ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম থাকবে ১৬৬টি।
  • হাওড়া পুলিশ কমিশনারেটে QRT-র সংখ্যা ৭৫টি, কেন্দ্রীয় বাহিনী থাকছে ৮১ কোম্পানি।
  • হাওড়া গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ১১১ কোম্পানি, QRT ১০৫টি।
  • রানাঘাটে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে ২৩টি QRT।
  • পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ২৪ কোম্পানি, QRT ১৯টি।
  • বারাসতে মোতায়েন করা হচ্ছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও QRT-র সংখ্যা ১৬টি।
  • বসিরহাটে কেন্দ্রে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, QRT-র সংখ্যা ১৩টি।
  • চন্দননগর পুলিশ কমিশনারেটে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, QRT থাকছে ৫৫টি।

আরও পড়ুন: বাড়িতেই ভোট দিলেন ১০২ বছরের সত্যনারায়ণ সাঁই

উল্লেখ্য, সোমবার পঞ্চম দফার ভোটের পর ২৫ মে ষষ্ঠ দফার ভোট। ওইদিন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর কেন্দ্রে ভোট। কমিশন সূত্রে খবর, ষষ্ঠ দফায় জন্য নতুন করে ৩৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মণিপুর থেকে এবং ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মধ্যপ্রদেশ থেকে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39