কলকাতা: শেষ মুহূর্তের গোলে চেকদের (Czechia) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল পর্তুগাল (Portugal)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল জিতল ২-১ ফলে। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল পর্তুগিজদের কাছে। চেক প্রজাতন্ত্রের স্ট্র্যাটেজি ছিল রক্ষণ জমাট রেখে সুযোগ বুঝে আক্রমণ করা। সেই সুযোগ এল দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে ১-০ করেন লুকাস প্রোভোদ। সাত মতো মিনিটের মধ্যে গোল শোধ করে পর্তুগাল।
কিছুটা দুর্ভাগ্যের জেরেই গোল হজম করতে হল চেক প্রজাতন্ত্রকে। ছোট বক্সের বাঁ-দিক থেকে হেড করেছিলেন নুনো মেন্ডেস। উদ্দেশ্য ছিল দিয়োগো জটার পায়ে ফেলা। তার আগেই ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করতে যান চেক গোলকিপার জিন্ডরিখ স্ট্যানেক। কিন্তু তাঁর ফিস্ট করা বল তাঁরই দলের ডিফেন্ডার রবিন হারানাখের পায়ে লেগে গোলে ঢুকে যায়।
আরও পড়ুন: ভাঙা নাক বাঁচাতে মুখোশ পরে খেলবেন এমবাপে!
⏰ 90′ Subbed on
⏰ 92′ Scores the winnerTake a bow, Francisco Conceição ?#EURO2024 | #PORCZE pic.twitter.com/MBIGcQd1r6
— UEFA EURO 2024 (@EURO2024) June 18, 2024
সমতা ফিরিয়ে আরও চাপ দিতে থাকেন রোনাল্ডোরা। তিনি নিজেও কয়েকটি সুযোগ তৈরি করেন, গোলে শট নেন, কিন্তু চেক গোলকিপারের দক্ষতায় গোল হয়নি। ৮৬ মিনিটে ২-১ করেন জটা, কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন রেফারি, কারণ জটা অফসাইডে ছিলেন।
৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পরেও ১-১ চলছিল। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার পর্তুগিজ সমর্থক হতভম্ব। তাঁদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতালেন ২১ বছরের তরুণ ফ্রাঞ্চিস্কো কোন্সিকাও (Francisco Conceicao)। এই গোলের ক্ষেত্রেও দুর্ভাগ্য কাজ করেছে চেকদের। লেফট উইং থেকে জোরালো গড়ানো মাইনাস করেছিলেন পেদ্রো নেতো। পুরো ম্যাচে জান বাজি রেখে লড়ে যাওয়া ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে শরীরের ভারসাম্য হারালেন। গোলের ছ’ গজের মধ্যে ড্রপ খেতে থাকা বলে ঝাঁপিয়ে পড়ে শটে চালান সদ্য মাঠে নামা কোন্সিকাও। মন ভাঙল দুর্দান্ত লড়াই করা চেকদের।
দেখুন অন্য খবর: