Monday, October 6, 2025
spot_img
Homeবিয়ে করলেন হিনা খান, রকিকে চুমুতে ভরালেন অভিনেত্রীর

বিয়ে করলেন হিনা খান, রকিকে চুমুতে ভরালেন অভিনেত্রীর

কলকাতা: স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। কিন্তু ক্যান্সার দমিয়ে রাখতে পারেননি তাঁকে। কঠিন সময়ে আগলে রেখেছিলেন কলকাতার ছেলে রকি। কেমোথেরাপির যন্ত্রণা, মানসিক ঝড়ঝাপ্টা পেরিয়ে নতুন জীবনে পা দিলেন হিনা খান। বিয়ে করলেন প্রেমিক রকি জয়সোয়ালকে (Hina Khan Rocky Jaiswal Marriage)। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা’র সেটে আলাপ হয় দু’জনের। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন কলকাতার ব্যবসায়ী রকি। তারপর দুজনের একসঙ্গে দীর্ঘ পথচলা। অবশেষে তাদের ভালোবাস পরিণতি পেল। বিয়ের ছবিও পোস্ট করলেন হিনা।

মারণ রোগ ক্যানসার হিনা খানের শরীরে থাবা বসিয়েছে। ক্যানসারের তৃতীয় ধাপ হলেও অদম্য মনের জোর হিনার। এই লড়াই যে সহজ নয়, সেকথা বারবার বলেছেন অভিনেত্রী। চলছে কেমোথেরাপি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের কৃতিত্ব হিনা দিয়েছিলেন তাঁর প্রেমিক রকিকে। কিছু দিন আগেই টেলিভিশনে ফিরেছেন হিনা। যুদ্ধে হিনার সঙ্গে লড়েছেন প্রেমিক রকিও। ক্যান্সারকে সঙ্গী করেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। বিয়ে করলেন প্রেমিক রকি জয়সোয়ালকে। বর-কনে দু’জনেই প্যাস্টেল শেডের পোশাক পরেছিলেন। হিনার পরনে ছিল প্যাস্টেল শেডের অরগ্যাঞ্জা শাড়ি। মাথায় ওড়না। গলায় ফুলের মালা। অন্য দিকে রকি পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি। বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন হিনা। একটি ছবিতে দু’জনকে রেজিস্ট্রি পত্রে সই করতেই দেখা গিয়েছে। বিয়ের আসরে বরের ঠোঁট ঠোঁট রেখে প্রেমের অঙ্গীকার করতেও দেখা গেল হিনা খানকে। ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে প্রেমের বার্তা দিয়েছেন ‘কলকাতার বউমা’।

আরও পড়ুন: বিকিনিতে আগুন ঝরালেন মালাইকা

অন্য খবর দেখুন

Read More

Latest News