Sunday, August 3, 2025
HomeScrollবক্রী শনিদেব, তিন রাশির ভাগ্যে উন্নতি
Saturn

বক্রী শনিদেব, তিন রাশির ভাগ্যে উন্নতি

Follow Us :

ওয়েবডেস্ক- বক্রী শনি (Saturn), অর্থাৎ শনি গ্রহের বিপরীতমুখী গতি। জ্যোতিষশাস্ত্রে (Astrology), গ্রহগুলি যখন তাদের কক্ষপথে সূর্যের (Sun) চারপাশে ঘোরে, তখন তাদের গতি কখনও কখনও স্বাভাবিকের চেয়ে বিপরীত দিকে দেখা যায়, একে বক্রী গতি বা বক্রী দশা বলা হয়। শনি গ্রহের বক্রী গতিকে বক্রী শনি বলা হয়।

 

কর্কট- এই জাতক-জাতিকার সুনাম বাড়বে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়লেও, পরিশ্রমের মান পাবেন। এতদিন যে কাজগুলো আটকে ছিল, এবার সে সমস্ত বাধা দূর হবে। আয় বৃদ্ধির প্রবল যোগ। নতুন ইনকামের রাস্তা খুলে যেতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতি, বেতন বাড়বে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। হঠাৎ করে কোনও সুসংবাদ পেতে পারেন, যা আপনার জীবনকে পালটে দেবে।

আরও পড়ুন- কর্মক্ষেত্রে বড় সুযোগ! হাতে টাকা আসার যোগ এই তিন রাশির জাতকের

 

মকর: মকর রাশির জাতক জাতিকারা নিজেরাই শনির সাড়ে সাতির প্রভাবে আছেন, তবে উন্নতির সুযোগ আসবে। জীবনে ইতিবাচক প্রভাবে আপনার মনোবল বাড়বে। কর্মজীবনে অগ্রগতি, উন্নতির সুযোগ। ব্যবসা মুনাফা আসবে। এই সময় বিনিয়োগ করলে ভালো ফল পাবে। আর্থিক অবস্থার উন্নতি। দীর্ঘদিনের কোনও পুরনো রোগ থেকে মুক্তি। আত্মবিশ্বাস বাড়বে। মনে প্রশান্তি আসবে।

 

কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকারা ধাইয়ার প্রভাবে রয়েছে, তবে প্রতিগামী শনির প্রভাবে লাভের মুখ দেখবে। শিক্ষার্থীদের জন্য সময় ভালো। কর্মজীবনে উন্নতি। যারা নয়া চাকরি খুঁজছেন তাদের নামী সংস্থায় চাকরির সুযোগ। কর্মক্ষেত্রে এই সময়ের পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল দেবে। কর্মজীবনে অগ্রগতি। আয়ের উৎস বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি। যেকোনও পুরনো উদ্বেগ থেকে মুক্তি। বকেয়া টাকা ফেরত পাবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39