Saturday, October 18, 2025
HomeScrollজলকেলিতে মগ্ন ঋতাভরী, সঙ্গে কে? 

জলকেলিতে মগ্ন ঋতাভরী, সঙ্গে কে? 

টলিপাড়ার বং ক্রাশ হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী

ওয়েব ডেস্ক: টলিপাড়ার ক্রাশ ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁর বোল্ড ও লাস্যময়ী ভঙ্গিমা সর্বদাই তাঁর ভক্ত-অনুরাগীদের কাবু করে রাখে। সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। যেখানে দেখা গিয়েছে পুলে জলকেলিতে মগ্ন নায়িকা। যদিও তিনি একা নন, অভিনেত্রীর সঙ্গে কে ছিলেন ?

টলিপাড়ার বং ক্রাশ হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁর বোল্ড লুকে ঘায়েল অনুরাগীরা। এই নায়িকার প্রেমে পাগল বহু পুরুষই। এবার তাঁকে দেখা গেল লাল সুইম পোশাকে। সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। যেখানে তাঁকে ও অভিনেত্রী চিত্রাঙ্গদাকে একসঙ্গে পুলে দেখা গেল। দেখা গিয়েছে, ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই লাল রঙের সুইম স্যুট পরেছেন। ছবিতে ঋতাভরীর বক্ষ বিভাজিকা স্পষ্ট। দুই অভিনেত্রীর পুলে জলকেলির ভিডিও নেটপাড়ায় উষ্ণতা ছড়াচ্ছে। যদিও, বহুরূপী নায়িকা ছবি তুলতে ব্যস্ত থাকলেও দিদি চিত্রাঙ্গদা সাঁতার কাটতে মগ্ন।

আরও পড়ুন: বছরের গোড়ায় বিয়ে করে শিরোনামে এসেছিলেন নার্গিস ফাখরি, কি বলছেন স্বামীকে নিয়ে!

দুই বোনের জলকেলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পারদ চড়াচ্ছে। দিদি চিত্রাঙ্গদাকে খুব একটা বড় পর্দায় দেখা না গেলেও বোন ঋতাভরী একের পর এক বাংলা ছবিতে অভিনয় করছেন পাশাপাশি, তাঁর ফ্যান ফলোয়ার ও কম নয়। এই ভিডিও পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে যেন আগুন জ্বলছে। অনেকে আবার কটাক্ষের সুরে বললেও ঋতাভরী একহাত নেন। অভিনেত্রী বলেন, ‘তুমি কী বললে তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ এটা আমার জীবন।’

দেখুন খবর: 

Read More

Latest News