মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গি বিধানসভার রানিনগর-২ ব্লকের রাজাপুর ও কাতলামারী-২ অঞ্চলে ফের ভয়াবহ ভাঙন (Local News)। চার বছর ধরে ভাঙন চললেও এবছর তা মারাত্মক আকার নিয়েছে। গঙ্গার প্রবল স্রোতে প্রতি দিনই হারিয়ে যাচ্ছে উর্বর কৃষিজমি (District News)।
ধান, গম, কলাই, সরিষা এই জমির ফসলই ছিল এলাকার কৃষকদের সংসার চালানোর ভরসা। জমি ভেসে যাওয়ায় সেই ভরসা মুহূর্তে ভেঙে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে জমি হারাতে থাকলে তাঁদের ভিনরাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
আরও পড়ুন: নদিয়ার কল্যাণীতে ইডি হানা প্রসঙ্গে শুরু শাসক-বিরোধী তরজা
চাষিদের দাবি, অবিলম্বে কার্যকরী উদ্যোগ নিয়ে ভাঙনরোধে পাড় বাঁধাই করতে হবে। নাহলে গ্রাম, জমি ও জীবিকা সবকিছুই নদীর গর্ভে তলিয়ে যাবে বলে তাঁদের আশঙ্কা।
দেখুন আরও খবর: