Monday, October 6, 2025
spot_img
HomeScrollকালনার শিবেন্দ্রনাথ সরকারের এক 'অদ্ভুত' প্রাণ রক্ষার নেশা, কী সেই নেশা?
East Burdwan

কালনার শিবেন্দ্রনাথ সরকারের এক ‘অদ্ভুত’ প্রাণ রক্ষার নেশা, কী সেই নেশা?

সাপ ধরে বাঁচান হাজারো প্রাণ!

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনার (Kalna) বালির বাজার এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী শিবেন্দ্রনাথ সরকারের সঙ্গে এখন আর মানুষ কেবল পরিচিতি নয়, বরং রক্ষক হিসেবেও তার নাম ছড়িয়ে পড়েছে। ছোটবেলা থেকেই সাপ ধরার নেশা, কিন্তু সে নেশাটা অন্যরকম। শিবেন্দ্রনাথ সাপকে হত্যা করেন না, ধরেন এবং বনদফতরের হাতে তুলে দেন বা জঙ্গলে ছেড়ে দেন।

অল্পবয়সে নিজের হাতে সাপ ধরতেন শিবেন্দ্রনাথ। বয়স বাড়ায় তিনি এখন বিশেষ যন্ত্রপাতির সাহায্যে সাপ ধরে থাকেন। তিনি জানান, “সাপকে মেরে দিলে কোনো লাভ নেই—তারা নিজেদের আতঙ্কে মানুষকে কামড়ায়; আমাদের কাজ তাদের বাঁচানো।”

আরও পড়ুন: অকাল বৃষ্টিতে ভাটা পড়ল ব্যবসায়ে, মাথায় হাত ব্যবসায়ীদের

শিবেন্দ্রনাথের পাশে তিন বছর ধরে যোগ দিয়েছেন দুর্গা বারিক নামে এক তরুণী। তিনি বলেন, “আমি সাপকে ভয় পাই না; সাপদেরও জীবন আছে—তারা আক্রমণ করে যখন ভয় পায়। তাই তাদের বাঁচাতে যা খরচ লাগে, সেই ঝুঁকি নেওয়া উচিত।” শিবেন্দ্রনাথ এখনও পর্যন্ত প্রায় ১৬ হাজার সাপ ধরেই বনভূমিতে ছেড়ে দিয়েছেন। আর দুর্গা প্রায় ৬ হাজারের বেশি বিষধর সাপ ধরে তাদের জীবন বাঁচিয়েছেন। দিন-রাত কেউ খবর দিলেই তাঁরা ছুটে যান, এটাই তাঁদের নিয়মিত কাজ।

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের জন্যে আশার আলো। শিবেন্দ্রনাথ ও দুর্গার মতো স্বেচ্ছাসেবীরা প্রমাণ করেন, মানুষ ও বন্যজীবনের সহাবস্থান সম্ভব, যদি থাকেন সাহসী কয়েকজন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News