ওয়েব ডেস্ক :বিজয় দেবেরাকোণ্ডার (Vijay Deverakonda) সঙ্গে অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বাগদান ঘিরে চলছে জোর চর্চা। যদিও এ ব্যাপারে একেবারেই স্পিকটি নট অভিনেত্রী। সেই ছবি সামনে না এলেও তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আর এবার ভাইরাল তাঁর আঙুলে ঝলমল করা একটি আংটি। আঙুলে ওটা কী? প্রশ্ন শুনে লজ্জায় লাল রশ্মিকা।
বর্তমানে অভিনেত্রী রশ্মিকা মন্দানা তাঁর নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’ নিয়ে ভীষণই ব্যস্ত। প্রচারের কারণেই সম্প্রতি অভিনেতা জগপতিবাবুর টক শোয়ে উপস্থিত হয়েছিলেন রশ্মিকা। যেখানে প্রথমবার আংটি দেখালেন অভিনেত্রী। তিনি হাজির হয়েছিলেন অভিনেতা জগপতি বাবুর জনপ্রিয় টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে, নিজের আসন্ন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারের জন্য। আর সেখান থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তাঁর হাতের এনগেজমেন্ট রিং। শো চলাকালীন রশ্মিকার আঙুলে থাকা হীরের আংটিটি সকলের নজর কাড়ে। ঝলমল করছিল সেই আংটি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতেই ‘চাকদহ এক্সপ্রেস’ মুক্তির দাবি নেটপাড়ার
অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে রশ্মিকাকে বার বার ‘বিজয়’-এর নাম নিয়ে নানা মজার প্রশ্ন করা হচ্ছে। আর সেই মুহূর্তেই আংটি দেখান রশ্মিকা। সুযোগ বুঝে সঞ্চালক জগপতি বাবু খুনসুটি করে বলেন, “তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবরকোন্ডা—বন্ধু, বিজয় সেতুপতি—ভক্ত, আর থালাপথি বিজয়—চিরকালের ফ্যান। মনে হচ্ছে তুমি ‘বিজয়’ আর ‘বিজয়ম্’ (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ!”—এই কথায় লজ্জায় লাল হয়ে যান রশ্মিকা।যখন জগপতি তাঁর আঙুলে থাকা আংটিগুলির বিষয়ে জানতে চান, রশ্মিকা হেসে বলেন, “এই আংটিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
View this post on Instagram
অন্য খবর দেখুন







