মুম্বই: আর দিন কয়েক পরেই অক্টোবর। আর অক্টোবর মানেই উৎসবের মরসুম। দুর্গাপুজো থেকে শুরু করে নবরাত্রি, দেশরা, বিজয়া দশমী, ঈদ সবকিছুই রয়েছে এই মাসে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, উৎসবের মরসু্মে এ বার মোট ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ, রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও আগামী মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। তাই ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগেভাগেই সেরে ফেলুন।
এই ১৪টি ছুটি কিন্তু গোটা দেশের জন্যে সার্বিকভাবে প্রযোজ্য নয়। এই ছুটি রাজ্য অনুসারে আলাদা। সংশ্লিষ্ট রাজ্যের উৎসব অনুযায়ী সেখানকার ব্যাঙ্কের ছুটি স্থির করা হয়। কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক- ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’, ‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’।
আরও পড়ুন: SBI: উৎসবের মরসুমে সুখবর, গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক
কোন দিন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ
১ অক্টোবর: ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং ডে (গ্যাংটক)
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (সব রাজ্য)
৩ অক্টোবর: রবিবার
৬ অক্টোবর: মহালয়া (আগরতলা, পশ্চিমবঙ্গ, বেঙ্গালুরু)
৭ অক্টোবর: লেনিংথু সানামাহি-র মেরা চাওরেন হাউবা (ইম্ফল)
৯ অক্টোবর: দ্বিতীয় শনিবার
১০ অক্টোবর: রবিবার
১২ অক্টোবর: দুর্গাপুজো-মহাসপ্তমী (পশ্চিমবঙ্গ, আগরতলা)
১৩ অক্টোবর: দুর্গাপুজো-মহাষ্টমী (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, পশ্চিমবঙ্গ, পটনা, রাঁচি)
আরও পড়ুন: Cheque Rule Change: অক্টোবর থেকে কাজ করবে না এই ব্যাঙ্কগুলির চেকবুক
১৪ অক্টোবর: দুর্গাপুজো-মহানবমী/দশেরা/অযুথা পুজো(আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পটনা, রাঁচি, চেন্নাই, কানপুর, কোচি, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরমে)
১৫ অক্টোবর: দুর্গাপুজো-বিজয়া দশমী/দশেরা (ইম্ফল ও সিমলা বাদে সমস্ত রাজ্যে)
১৬ অক্টোবর: দুর্গাপুজো-দশেন (গ্যাংটক)
১৭ অক্টোবর: রবিবার
১৮ অক্টোবর: কাটি বিহু (গুয়াহাটি)
১৯ অক্টোবর: ইদ-ই-মিলাদ/ইদ-ই-মিলাদুন্নাবি (আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মু্ম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে)
২০ অক্টোবর: মহর্ষি বাল্মীকির জন্মদিন, লক্ষ্মীপুজো, ইদ-ই-মিলাদ (কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, চণ্ডীগঢ়, শিমলা)
২২ অক্টোবর: ইদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর)
আরও পড়ুন: LGBTQIA+ গ্রাহকরা খুলতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট, ঐতিহাসিক সিদ্ধান্ত অ্যাক্সিস ব্যাঙ্কের
২৩ অক্টোবর: চতুর্থ শনিবার
২৪ অক্টোবর: রবিবার
২৬ অক্টোবর: অধিগ্রহণ দিন (জম্মু, শ্রীনগর)
৩১ অক্টোবর: রবিবার