আই লিগের খেলা শুরু হয়েছে ২৬ ডিসেম্বর। আর পাঁচ দিন কাটতে না কাটতেই আপাতত বন্ধ রাখা হচ্ছে আই লিগ। ভারতীয় ফুটবল সংস্থার একটি সুত্র থেকে জানা গেছে এই অস্বস্তির খবরটি। এবং তা বন্ধ হচ্ছে ১৫ দিনের জন্য। কারণ: করোনা আক্রমন!ইংলিশ প্রিমিয়ার লিগেও ফুটবলারদের করোনা আক্রান্ত হওয়ার খবর রোজ পাওয়া যাচ্ছে। কিন্তু টুর্নামেন্ট বন্ধ করা হয়নি এখনও।সময় বাড়তে বাড়তে, আলোচনা বাড়তে বাড়তে ১৫ থেকে কমিয়ে আনা হল-৭ দিনে। পরিস্থিতি বিচার করে আরও’বিরতি’র সময় বাড়াতে চায়। এরপর রাজ্য সরকার কিছু নয়া নিয়ম নীতি আনলে এবারের আই লিগের ভবিষ্যৎ কি হব – তাই দেখার।
আরও পড়ুন:Sourav Ganguly Health Update: জ্বর নেই, ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
এই প্রতিবেদন লেখার সময় সরকারী্ভাবে ফুটবল ফেডারেশন প্রচার মাধ্যমকে জানানো হয়নি। কিন্তু টুর্নামেন্টের স্টক হোল্ডারদের এমন ইংগিতই দেওয়া হয়েছে। একটি সুত্র থেকে জানা গেছে, কলকাতায় প্রায় দেড় মাস কাটিয়ে ফেলা রিয়াল কাশ্মীর দলের কয়েকজনের শেষ কোভিড টেস্টে পর রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। সঠিক কতোজন, তা বলা হয়নি। নামও জানানো হয়নি। কিন্তু সল্ট লেকের যে হোটেলে এই দল আছে, সেই হোটেলেই ‘হোম কোয়ারেন্টাইন’ করে তাঁদের রাখা হয়েছে।
There have some positive cases reported among certain #HeroILeague teams. The League is keeping a close tab on it and have already spoken to the clubs. In addition, an emergency meeting of the League Committee has also been summoned in the afternoon. Further details soon. pic.twitter.com/QZwfRppxDm
— Hero I-League (@ILeagueOfficial) December 29, 2021
লিগ শুরুর আগে আই লিগের সিইও সুনন্দ ধর বায়ো বাবলসে ১৩ দলের টিমের সকলকে নিয়ে চলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছিলেন। বলেছিলেন,’ভারতের মাটিতে বায়ো-বাবলের মধ্যে থেকে টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে আমরা পথপ্রদর্শক ছিলাম। অক্টোবরে ব্যাঙ্গালোরে আই লিগের প্রাথমিক পর্বের খেলা নির্বিঘ্নে করা হয়েছে।শরীর-মানসিক স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে খেলোয়াড়, রেফারি এবং প্রত্যেককে নিশ্ছিদ্র বায়ো-বাবলের নিরাপত্তা দিতে ফেডারেশন বদ্ধপরিকর। ১৩টি দলকে গোটা মরশুম ধরে বায়ো-বাবলে রাখার বিষয়টি একেবারেই সহজসাধ্য ব্যাপার নয়।’
League Committee holds emergency meeting via video-conferencing
Read ? https://t.co/3XNmYLeC0K#HeroILeague pic.twitter.com/uD9xdcMo3e
— Hero I-League (@ILeagueOfficial) December 29, 2021
এই মরশুমের আই লিগের খেলা হচ্ছে কলকাতায় মোহনবাগান মাঠে আর দুই জেলার মাঠ-কল্যানী আর নৈহাটিতে। সোমবার থেকে নিয়ম মেনে করোনা টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসতে থাকে। প্রমাদ গোনে আয়োজকরা। আপাতত আই লিগ স্থগিত রাখার কথা ভাবতে শুরু করেছে কর্তৃপক্ষ। জানা যাচ্ছে ১৫ দিনের জন্য অবিলম্বে স্থগিত হতে চলেছে আই লিগ।
কলকাতার বিভিন্ন হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে দলগুলি। কিন্তু তার মধ্যেই রিয়াল কাশ্মীর এফসি-র প্রায় হাফ ডজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এ ছাড়া শ্রীনিধি ডেকান এফসি, আইজল এফসি-র কয়েক জন ফুটবলারও নাকি আক্রান্ত হয়েছেন করোনায়। মহমেডান স্পোর্টিংয়ের এক কর্মকর্তাও করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। আই লিগের বেশ কয়েকটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত পাওয়ার পরেই বেজায় চিন্তায় ফেডারেশন। ইতিমধ্যে টিভি সম্প্রচার স্বত্ব যাদের হাতে, সেই ওয়ান স্পোর্টস (1Sports)কর্তাদের পরিস্থিতির কথা জানানো হয়েছে। স্পোর্টস চ্যানেলটি প্রোডাকশন কাজ দিয়েছে কলকাতার একটি সংস্থাকে। বুধবার থেকেই ম্যাচ প্রোডাকশন পরের ১৫ দিন হবে না বলে টিভি সংস্থার দিল্লি সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
ছবি: সৌ টু্ইটার।