কলকাতাঃ ছুটির সকাল। খাস কলকাতায় ছুটির সকালে সোনার দোকানে লুঠের চেষ্টা! দোকান মালিক বাঁধা দিতে গেলে মালিকের গলায় ধারাল অস্ত্রের কোপ দেয় দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে কলকাতার মুকন্দপুর বাজারে। আহত দোকান মালিককে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে আরএন টেগোর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, দোকান মালিকের গলায় চোট গুরুতর। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
আরও পড়ুনঃ বাড়িতে একাই ছিল বছর ১৭-র নাবালিকা ছাত্রী, তারপর ওই ঘটনা
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা নাগাদ কলকাতার মুকন্দপুর বাজার লাগোয়া সোনার দোকানে দুই দুষ্কৃতীর দৌরাত্ম্য। ক্রেতা হিসাবে সোনার দোকানে প্রবেশ করে দুই দুষ্কৃতী। তারপরই সোনা লুঠ করতে নামে তারা। প্রথমে মালিক সোনা লুঠের বিষয়টি আঁচ করতে না পারলেও, পরবর্তী ক্ষেত্রে দোকান মালিক বাঁধা দিতে গেলে তার ওপরই চরাও হয় দুই দুষ্কৃতী।
পূর্ব যাদবপুর থানার ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার করছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে গ্রেফতারও করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর দোকান মালিকের অবস্থা স্থিতিশীল।
দেখুন অন্য খবর