Saturday, July 5, 2025
HomeCurrent Newsঅগস্টের মাঝেই মহারাষ্ট্রে চালু হচ্ছে লোকাল ট্রেন

অগস্টের মাঝেই মহারাষ্ট্রে চালু হচ্ছে লোকাল ট্রেন

Follow Us :

অবশেষে চালু হচ্ছে রাজ্যের লাইফ লাইন লোকাল ট্রেন। আগামী ১৫ অগস্ট থেকে মহারাষ্ট্রে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে ট্রেনে উঠতে গেলে যাত্রীকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। রবিবার এমনটাই জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।মুম্বাইয়ে ক্রমশই নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ। গত কয়েক দিনে বেড়েছে সুস্থতার হারও। এই পরিস্থিতিতেই পুনরায় খুলছে লোকাল ট্রেন। সম্পূর্ণ পরিষেবা চালাতে একটি অ্যাপ চালু করা হচ্ছে। যেখানে যাত্রীরা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন কিনা সেই সমস্ত নথি জমা দিতে হবে। এছাড়াও অ্যাপ কিংবা অফিস থেকে পাস নিতে হবে এর জন্য।

আরও পড়ুন থ্যাঙ্ক ইউ টোকিও, হ্যালো প্যারিস ২০২৪

রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি মুখ্যমন্ত্রী জানান, ‘আপাতত কিছু পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু তাতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে তৃতীয় ঢেউ মোকাবিলায় পুনরায় বন্ধ করা হবে ট্রেন পরিষেবা। দয়া করে আপনারা কোভিড বিধি মেনে চলুন । নতুন করে করোনার তৃতীয় ঢেউ দেকে আনবেন না।’

আরও পড়ুন তৃণমূলের প্রাক্তন সাংসদের সই জাল করে প্রতারণা, গ্রেফতার  গাড়ি চালক 

এদিন ট্রেনে চলাচলের পাশাপাশি বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন। জানান আগামীকাল রাজ্যের বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ ইত্যাদি খোলার সিদ্ধান্ত নেওয়া হবে । তবে সবটাই করোনা বিধি মাথায় রেখেই খোলার নির্দেশ দেওয়া হয়।  করোনায় বিশেষ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল মহারাষ্ট্র । দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন পরিষেবা। কিন্তু সেই সমস্ত কিছু কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে মহারাষ্ট্র।

আরও পড়ুন অখিলেশের ‘আব্বাজান’ মুলায়ম, হিন্দুত্ব নিয়ে সপা সুপ্রিমোকে খোঁচা যোগীর

তাই ফের ট্রেন চলাচলে ছাড় দিল সরকার। তবে যাত্রীদের ট্রেনে উঠতে গেলে মানতে হবে বিশেষ কিছু নির্দেশিকা। এক্ষেত্রে যে অ্যাপ টির কথা জানিয়েছে সরকার সেখানেই  নাম রেজিস্টারের পাশাপাশি , রেজিস্টার করতে  হবে যাত্রীর টিকা করনের শেষ তারিখ।  টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ার ১৪ দিন পর থেকে লোকাল ট্রেনে ওঠার অনুমতি দেবে  মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন  প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, প্রাক্তন মন্ত্রীকে হুঁশিয়ারি জেলা সভাপতির

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39