হরিণঘাটা: সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদিয়ার দুই পুরসভায় বোর্ড গঠন হল।গত ১৭ মার্চ নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ হলেও হরিণঘাটা (Haringhata Municipality) ও চাকদহ পুরসভার (Chakdah Municipality) বোর্ড গঠন হয়নি।দলের নির্দেশ অনুযায়ী চাকদহ পুরসভার পুরপ্রধান হিসেবে স্থির হয় অমলেন্দু বিশ্বাসের নাম।হরিণঘাটার পুরপ্রধান হন সঞ্জীব দাঁ। এরপর থেকেই দলের অন্দরে নানা ক্ষোভ-বিক্ষোভ শুরু হয় ওই দুজনের বিরুদ্ধে। শেষমেশ সোমবার দুই পুরসভার নির্দিষ্ট বোর্ড গঠনের জন্য চাকদহ এবং হরিণঘাটার কাউন্সিলরদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।ওই আলোচনাতেই হরিণঘাটায় পুরপ্রধান হিসেবে নির্বাচিত হন দেবাশিস বসু।উপ পুরপ্রধান হন সঞ্জীব রাম।
অন্যদিকে, চাকদহ পুরসভায় পুরপ্রধান হন অমলেন্দু বিশ্বাস।এদিন পুরপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়। সোমবার সকাল থেকেই ১৪৪ ধারা জারি ছিল হরিণঘাটা ও চাকদহ পুরসভায়।
এদিন হরিণঘাটা শহর তৃণমূল সভাপতি উত্তম বিশ্বাস বলেন, প্রথমে দলের সিদ্ধান্তে সঞ্জীব রামের নাম প্রধান হিসেবে থাকলেও পরে তা বদলে দেওয়া হয়। তাঁর জায়গায় দেবাশিস বসু আসায় দলের মধ্যে ক্ষোভ সকলের সামনে এসেছে। যদিও দলের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন সঞ্জীব রাম।
আরও পড়ুন Giyasuddin Aliah University: গিয়াসউদ্দিনকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ আদালতের