কলকাতাঃ বাসের রেষারেষির জেরে মঙ্গলবার প্রাণ হারায় এক খুদে পড়ুয়া। শুধুমাত্র এই প্রথম নয় এর আগেও বহুবার বাস রেষারষির ঘটনা সামনে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা। মঙ্গলবার ঘটনার পরই মুখ্যমন্ত্রী সরব হন বাস চালকদের দৌরাত্ম্য নিয়ে। ফোন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। শিলিগুড়ি থেকেই ফোনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন শীঘ্রই যদি বাস চালকদের রেষারেষি না থামে তাহলে রাজ্য সরকার পদক্ষেপ নিতে বাদ্ধ হবে। এই ঘোষণার পরই আজ মেয়রের পক্ষ থেকে এই বিষয়ে ডাক দেওয়া হয় বৈঠকের।
আরও পড়ুন : কলকাতা পুরসভায় সাপের আতঙ্ক!
পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, পরিবহণ সচিব, কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ট্রাফিক, সিপি বিধাননগর এবং ট্রাফিক পুলিশের কর্তারা। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বাস সংগঠনের সদস্যরাও। আর এই বৈঠক থেকেই উঠে আসে বাস রেষারেষি নিয়ে একগুচ্ছ পদক্ষেপের কথা।
বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন রুটে কতগুলি বাস চলবে তা রাজ্য সরকার সমীক্ষা করে দেখবে। সেই অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হবে একটি বাসের সাথে অন্য বাসের টিইম গ্যাপ। পাশাপাশি ছালু করা হচ্ছে একটি অ্যাপ, যেখানে “সেভ লাইফ সেফ ড্রাইভ” নিয়ে সচেতনতা প্রচার করা হবে। অ্যাপে দেখা মিলবে ট্রাফিক নিয়মাবলিও। যেসব রাস্তায় নেই সিসিটিভি ক্যামেরা, সে সব রাস্তায় শীঘ্রই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। যা দিয়ে নিয়মিত চলবে নজরদারি। এমনকি প্রতি মাসে আয়োজন করা হবে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি।
দেখুন অন্য খবর: