কলকাতা: বাংলায় এখন নতুন জালিয়াতি ট্যাব প্রতারণা কাণ্ড। রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের পড়াশোনায় সুবিধার্থে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রদান করা হয় ট্যাব। কিন্তু সেই ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে অন্যত্র অ্যাকাউন্টে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই ট্যাব জালিয়াতি কাণ্ডে মালদা থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তবে এবার সেখান থেকেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া ৫ জনের বাড়িতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে বলা হয়েছে টাকা দিলেই জামিন করিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, টাকা না দিলে অভিযুক্তদের ৬ বছরের কারাবাসের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
আরও পড়ুন : সুদানের যুদ্ধে, দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের মৃত্যু
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া ৫ জনের পরিবারের কাছে আইনজীবী পরিচয়ে ফোন আসে। ৯০৩৮৪৭১৫৭১ নম্বর থেকে আসা ফোন থেকে দাবি করা হচ্ছে অভিযুক্তদের জামিন করাতে হলে দিতে হবে ২০ হাজার টাকা। আর সেই টাকা পাঠালেই ১০ মিনিটের মধ্যে জামিন পাইয়ে দেওয়া হবে অভিযুক্তদের।
শুধুমাত্র তাই নয়, এও বলা হয় ২০ হাজার টাকা যদি না দেওয়া হয় তাহলে ৬ বছরের কারাবাস হবে অভিযুক্তদের। এমন ফোন আসায় বিভ্রান্তি ছোঁড়ায় ধৃতদের পরিবারের সদস্যদের মধ্যে। ইতিমধ্যেই ধৃতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানও হয়েছে বিষয়টা। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেওয়া হয়নি।
দেখুন অন্য খবর