দুর্গাপুর: দিনভর বৃষ্টির মধ্যেও আগুনে পুড়ল কুড়িটি বাড়ি। বুধবার রাত আটটা নাগাদ দুর্গাপুর থানা এলাকার প্রান্তিকার তালতলা বস্তির ঘটনা। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় দমকলের দুটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনা স্থলে আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুনেরগ্রাসে ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্গাপুরের ওই অঞ্চলে দিনভর বৃষ্টি চলেছে। সন্ধের পরেও বৃষ্টি বন্ধ হয়নি। বস্তিবাসীরা যে যার ঘরে ছিলেন। রাত আটটা নাগাদ একটি বাড়িতে দাও দাও করে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ছুটে আসেন প্রতিবেশীরা। যে যার মত বালতি বাসন করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। খবর পৌঁছায় দুর্গাপুর দমকলে। তড়িঘড়ি দুর্গাপুর থানা পুলিশ ও দুটি টেন্ডার সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের উদ্ধার করে নিকটবর্তী সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের প্রান্তিক তলায় তালতলা অবস্থিত প্রায় ৩০০ পরিবার বসবাস করেন। বেশিরভাগেরই দর্মা দেওয়া দেওয়ালের উপর টালি ও টিনের চাল। কারও কারও বাড়িতে ত্রিপল-প্লাস্টিক দিয়ে ঘেরা। স্থানীয়রা জানান, উনুনের আগুন থেকেই ঘরে আগুন লাগে। দমকল কর্মীরা জানান, আগুন কিভাবে লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে। দুর্গাপুর দমকল কেন্দ্রের আধিকারিক গৌতম চন্দ্র দেব বলেন, শর্ট সার্কিট না উনুন থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বৃষ্টির জন্যই বস্তি ৩০০ পরিবার রক্ষা পেয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।