হাড়োয়া: কন্যা সন্তানকে মেনে নিতে না পেরে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামী৷ কোলের শিশুকে নিয়ে ওই মহিলা হাজির হন হাড়োয়া থানায়৷ পুলিসের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি৷ তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিস৷
হাড়োয়ার কেন্দুয়ার বাসিন্দা তিলক ঋষিদাস৷ ৩০ বছরের ঋষিদাস পেশায় নাপিত৷ আড়াই বছর আগে বসিরহাট হাড়োয়ার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নিবাসী রেখার সঙ্গে বিয়ে হয় তাঁর৷ রেখা মূক ও বধির৷ বিয়ের পর সুখেই স্বামীর সঙ্গে সংসার করছিলেন তিনি৷ কিন্তু গতবছর কন্যাসন্তানের জন্ম দেওয়ার পরই শুরু হয় সাংসারিক অশান্তি৷
রেখা জানিয়েছেন, গত বছর মেয়ের জন্ম দেন৷ তারপর থেকে শুরু হয় স্বামীর নির্যাতন৷ কন্যা সন্তান হওয়ায় তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে ঋষিদাস৷ অত্যাচার এমন পর্যায়ে পৌঁছয় সন্তান-সহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন৷ সোমবার কোলের সন্তানকে নিয়ে থানায় হাজির হন রেখা৷ সঙ্গে ছিলেন বাবা বিশ্বনাথ৷ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি৷
আরও পড়ুন: Santiniketan Rape: আদিবাসী নাবালিকা গণধর্ষণে ফের শান্তিনিকেতন থানায় আইজি ভরতলাল মীনা