পশ্চিম মেদিনীপুর: দলের (TMC) বুথ সভাপতি নবীন মৈশালকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত (Panchyayet) প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মোহনপুরে (Mohanpur)। আহত অবস্থায় বুথ সভাপতিকে ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের ৩ নম্বর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
দলীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মোহনপুর ব্লকের ৩ নম্বর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান ভগবান মাইতির বিরুদ্ধে ওই এলাকারই তৃণমূলের বুথ সভাপতি নবীন মৈশালকে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন অভিযুক্ত প্রধান।
আরও পড়ুন: UP Tragedy: জবরদখল উচ্ছেদ অভিযান, গায়ে আগুন ধরিয়ে মা-মেয়ের আত্মহত্যা
বুথ সভাপতি নবীন মৈশালের অভিযোগ, সোমবার বিকেলে গ্রাম পঞ্চায়েত অফিসে স্থানীয় কয়েকজনের ভাতা’র বিষয় প্রধানের সঙ্গে কথা বলতে যান। ভগবান মাইতি তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
তৃণমূল পঞ্চায়েত সদস্য খলিল মল্লিকের দাবি, সম্প্রতি এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। আর সেই ক্ষোভেই গ্রাম পঞ্চায়েত প্রধান বুথ সভাপতিকে মারধর করেন।
প্রধান ভগবান মাইতির দাবি, গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনার পরেও তিনি কেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদে বসে রয়েছেন, সেই অভিযোগ তুলে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। তিনি প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তোলেন।
বিজেপির দাবি, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে এভাবেই তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে থাকবে। অপরদিকে বিজেপির এই কটাক্ষকে উড়িয়ে দিয়েছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন প্রধান। তিনি বলেন, বৃহত্তর সংসারে নানা ধরনের সমস্যা থাকতে পারে তবে তা সাময়িক। শীঘ্রই তা মিটে যাবে। বিজেপির এ বিষয়ে উল্লসিত হওয়ার কোনও কারণ নেই।