পুরুলিয়া: প্রবল গরমে রাজ্যে ফের মৃত্যু৷ হাসপাতালে চিকিৎসা করাতে এসে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। মৃত ওই মহিলার নাম চৈতালি মাহাতো।
সূত্রের খবর, বৃহস্পতিবার পুঞ্চার নপাড়া গ্রামের ২২ বছরের চৈতালি মাহাতো পুরুলিয়া শহরে এসেছিলেন চিকিৎসা জন্য। সঙ্গে ছিলেন তাঁর স্বামী মনোজ মাহাতোও। চিকিৎসককে দেখানোর পর তাঁরা দু’জনে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ করেন অসুস্থ হয়ে পড়েন অন্তঃসত্ত্বা চৈতালি। সঙ্গে সঙ্গে তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তীব্র দাবদাহে পুড়ছে বাংলা৷ গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থতার খবর মিলছে৷ মঙ্গলবার যাদবপুর বিদ্যাপীঠের এক ছাত্রী প্রবল গরমে অসুস্থ হয়ে মারা যান৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরু হয়৷ তারপর সুস্থ বোধ করে মেয়েটি৷ স্যালাইনের সূচ নিয়েই হাসপাতালেই পরীক্ষা দেয় সে৷ এমনকি বুধবারও সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কালনার এক ব্যক্তির।
আরও পড়ুন- Bankura Rain: ছিটেফোঁটা জল ঝরল বাঁকুড়ায়