কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল ও ধিক্কার সভা। গতকাল ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর বিক্ষোভ কর্মসূচি নিয়ে ধুন্ধুমার বাধে। সেখানে গুন্ডাবাজি করেছেন শুভেন্দু, এমনটাই অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। রবিবার কাঁথির পুরোনো আউটডোর মোড় থেকে পোষ্ট অফিস পর্যন্ত প্রায় হাজার তৃণমূল কর্মীরা পা মেলান ওই প্রতিবাদ কর্মসূচিতে। তৃণমূল নেতা দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানার আহ্বানে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তরুণ মাইতি, সুবল মান্না, কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন সহ একাধিক জেলা তৃণমূল নেতৃত্ব।
এদিনের সভায় আহ্বায়ক তরুণ জানা গত কালের ঘটনার কড়া নিন্দা করেন এবং রাজনৈতিক ভাবে রাজ্যের বিরোধী দলনেতার চক্রান্তের মোকাবিলা করার ডাক দেন। সভায় বক্তব্য রেখে বরাবই বিতর্কিত মন্তব্য করে থাকেন কাঁথি ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। এদিনও তিনি কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দল নেতা সহ হাই কোর্টের বিচারপতি কে। প্রদীপ গায়েন বলেন, কাঁথি ১ নম্বর ব্লকে অনেককেই টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার যথাযথ তদন্তের দাবি জানান তিনি। থানার আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। থানার আধিকারিকদের বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ আনেন সভাপতি। তাঁর আরও দাবি, মাধ্যমিক ফেল ৬৫ জনকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন শুভেন্দু আধিকারী। মহামান্য হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম থাকলে ২০১৪ সালের প্রাথমিক চাকরির তদন্ত করে দেখান, এমনও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: Joytipriyo-Arjun: বিজেপিতে না গেলেই ভালো করতেন অর্জুন, বলছেন জ্যোতিপ্রিয়
বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হয়। দফায় দফায় গন্ডগোল শুরু হয়। বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তারপর শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘণ্টা দুয়েক ধরে চলে টানাপোড়েন। সেই গুন্ডাগিরির প্রতিবাদেই আজ এই কর্মসূচি তৃণমূলের।