জলপাইগুড়ি: বৃহস্পতিবার থেকে আগামী ৩ মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে গরুমারা ও চাপরামারি অভয়ারণ্য। বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময়। সেই কারণেই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকছে। পুজোর আগে ফের জঙ্গলে প্রবেশের ছাড়পত্র মিলবে। বুধবার জঙ্গলে যাওয়ার জন্য পর্যটকরা মূর্তি এলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়।
মূর্তি থেকে চাপরামারি, চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য পর্যটকরা এদিন ভিড় জমিয়েছিলেন। মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের কথায়, ‘করোনার জন্য আমাদের বড় ক্ষতি হয়েছিল। আগামী ৩ মাস জঙ্গল বন্ধ থাকায় রোজগারে টান পড়বে। চাপরামারি এবং মেদলা ওয়াচ টাওয়ার চালু রাখার জন্য বন দফতরকে আমরা আবেদন জানাব।’
১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর বন্যপ্রাণীদের প্রজননের সময় হিসেবে ধরা হয়। বর্ষার সময় জঙ্গলের গাছপালাও বাড়ে। সেই কারণে প্রত্যেক বছরই এই সময় জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। শুধু গরুমারা-চাপরামারি নয়, এই তিনমাস নেওড়া ভ্যালি, জলদাপাড়া, বক্সা সহ দেশের সমস্ত সংরক্ষিত জঙ্গল এবং জাতীয় অভয়ারণ্য বন্ধ থাকবে। জঙ্গলে রাত্রিবাস, হাতি সাফারি নিষিদ্ধ থাকছে।