Saturday, July 5, 2025
Homeজেলার খবরRoad Accident |  দীঘা থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত ২৭...

Road Accident |  দীঘা থেকে ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত ২৭ যাত্রী

Follow Us :

হলদিয়া: রবিবার সকালে হলদিয়া (Haldia) মেচেদা রাজ্য সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়ল সরকারি বাস (Government Bus)। বাসটি দীঘা (Digha) থেকে কলকাতা (Kolkata) ফিরছিল।দ্রুত গতিতে ছুটে চলা ওই বাসটি ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে সিগনাল পড়ার কারণে হঠাৎ থামিয়ে দেয়। এই সময় ওই বাসটির পিছন পিছন দ্রুত গতিতে ছুটে চলা তেলের ট্যাঙ্কার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটিকে ধাক্কা মারে। 

সূত্রে খবর, এই দুর্ঘটনার (Accident) জেরে ২৭ জন যাত্রী আহত হয়েছেন, এর মধ্যে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাঁরা তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি চিকিৎসারত। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : Weather Update |  ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে রাজ্যের ৯ জেলা  

স্থানীয় পঞ্চায়েত প্রধান উত্তম বর্মণ জানান, ঘটনার সময় তিনি ওখানেই মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। রামতারক হাট বাসস্ট্যান্ডে সে সময় যানজট ছিল। বাসটি প্রচণ্ড গতিতে এসে ব্রেক কষে। তখন পিছনে থাকা তেলের ট্যাঙ্কারটি বাসে সজোরে ধাক্কা মারে। এই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ, আগেও এখানে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটে সৃষ্টি হয়। তমলুক ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39