বনগাঁ: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির ভ্যাকসিনেশন সেন্টার। বুধবার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ইলা বাগচিকে ভ্যাকসিনেশন সেন্টার থেকে বের করে দেন গাইঘাটার বিজেপি বিধায়ক। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিধায়কের ফেসবুক পেজ থেকে। যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।
সূত্রের খবর, মঙ্গলবার ভ্যাকসিনেশন চলছিল উত্তর ২৪ পরগনার গাইঘাটার পি আর ঠাকুর গভমেন্ট কলেজে। সেই সময় টিকা গ্রহণ কেন্দ্রে পৌঁছায় গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর । অন্যদিকে তখন ভ্যাকসিনেশন সেন্টারে বসে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইলা বাগচি।
ইলা দেবীকে দেখতে পেয়েই বিধায়ক অভিযোগ করেন, ইলা বাগচি সিল স্বাক্ষর না মারলে ভ্যাকসিনেশন হচ্ছে না। দূর্নীতি করছেন, তৃণমূলের লোকজনদেরকে ভ্যাকসিন করিয়ে দিচ্ছেন উনি। তারপরে বলপূর্বক ইলা বাগচিকে বের করে দেন সুব্রত ঠাকুর।
বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইলা বাগচি বলেছেন, “আমি সিল স্বাক্ষর করেছিলাম একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য। আর জেলাশাসকের নির্দেশেই ভ্যাকসিনেশন সেন্টারে সঠিকভাবে টিকাকরণের হচ্ছে কিনা, তা দেখভালের দায়িত্বে আমি ছিলাম।“ সুব্রত ঠাকুর মিথ্যা অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি।