Saturday, July 5, 2025
Homeজেলার খবরMamata Banerjee | মেদিনীপুরে জনসংযোগ যাত্রায় মমতাও, প্রস্তুতি তুঙ্গে

Mamata Banerjee | মেদিনীপুরে জনসংযোগ যাত্রায় মমতাও, প্রস্তুতি তুঙ্গে

Follow Us :

মেদিনীপুর: ২৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার যাত্রা। একাধিক স্থানে রোড শো, জনসভা করবেন অভিষেক। শালবনী স্টেডিয়ামে রাত্রিকালীন অধিবেশন হওয়ার কথা রয়েছে। যেখানে থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি দিয়ে প্রবেশ করবেন অভিষেক। সেখানেই ওয়েলকাম পয়েন্ট করা হয়েছে। কেশিয়াড়ি থেকে বেলদা পর্যন্ত রোড শো করবেন তিনি। এরপর সেখান থেকে জাতীয় সড়ক ধরে খড়্গপুরের চৌরঙ্গী এলাকায় পৌঁছবেন তিনি।

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আসছেন এই নবজোয়ার যাত্রায়। আমাদের বাড়তি প্রাপ্তি নেত্রী নিজে উপস্থিত হবেন এই অধিবেশনে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা একটা বড় সুবিধা কর্মীদের কাছে। তিনি আরও জানান, চৌরঙ্গীতে বক্তব্য সেরে জাতীয় সড়ক ধরেই ধর্মা এলাকায় হাজির হবেন। সেখানে প্রায় কুড়ি হাজার মানুষের জমায়েত থাকবে। কিছুটা বক্তব্য দিয়ে জাতীয় সড়ক ধরে কেরানিচটিতে যাবেন অভিষেক। ছোট্ট অনুরূপ পথসভা হবে সেখানে। সেখান থেকে জাতীয় সড়ক ধরে শালবনীতে।

আরও পড়ুন: Firecracker | NEERI | রাজ্যের বাজি প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় সংস্থা

শালবনি স্টেডিয়ামে রাত্রিবাসের আয়োজন করা হয়েছে। সেখানেই রাত্রিকালীন অধিবেশন ও নির্বাচনী ভোট গ্রহণ। এই পর্বে উপস্থিত হওয়ার জন্য হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী হাজির হবেন শালবনিতে। বিকেল থেকেই হাজির থাকবেন শালবনিতে। রাতে এই অধিবেশনে থেকে কর্মসূচি দেখার পর মেদিনীপুর সার্কিট হাউসে ফিরবেন তিনি। রাতে সেখানে থেকে পরদিন পূর্ব মেদিনীপুরের এগরার উদ্দেশ্যে রওনা হবেন।

তবে এরপর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে যাবে ২৮ মে অভিষেকের। তিনি চন্দ্রকোনা রোড এলাকায় রোড শো করে আড়াবাড়ি জঙ্গলপথে কেশপুরে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটাতে হাজির হবেন। সেখান থেকে শ্রদ্ধা জানিয়ে পরে চন্দ্রকোনা টাউন হয়ে বিদ্যাসাগরের জন্মস্থান বীর সিংহ এলাকায় হাজির হবেন। পরে রোড শো করে ঘাটালের শিমুলিয়া মাঠে জনসভা করবেন তিনি। বিকেলে ঘাটাল দাসপুরের মাঝে সবুজ সংঘ মাঠে যাবেন  তিনি। সেখানেই করবেন রাত্রিযাপন। পরদিন দাসপুর থেকে ডেবরা হয়ে পিংলা ও তেমাথানি এলাকা পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। 

এই কর্মসূচি নির্বিঘ্ন রাখতে পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকদের তৎপরতাও যথেষ্ট রয়েছে। সম্ভাব্য সমস্ত স্থান পরিবর্তন করে পরিকাঠামো তৈরি শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দলের পক্ষ থেকেও দফায় দফায় বৈঠক ও আয়োজন সম্পন্ন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39