তমলুক: রাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাগিং (Ragging) কান্ডের মধ্যেই এবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার (Panskura PS) মাইসোরা এলাকার পাটনা সিদ্ধিনাথ কলেজের (Siddhinath College) এক ছাত্রকে হুমকি দিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই নেতা। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সভায় যেতে না চাওয়ায় ওই ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে টিএমসিপির নেতারা। এমনই অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা ও অ্যান্টি রাগিং সেলে (Anti Ragging Cell) অভিযোগ জমা পড়েছে।
ইংরেজি অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্র প্রকাশ কুমার ঘনা জানান, আগামী ২৮ আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের জনসভায় যেতে চাপ দিয়েছিল। যাওয়াতে রাজি না হওয়ায় এই ধরনের হুমকি দিয়েছে। বুধবার কলেজের অধ্যক্ষার কাছে দুই ছাত্রনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেন ওই ছাত্রের বাবা।
আরও পড়ুন: হস্টেলের ছাত্রদের হুমকি বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের রাঁধুনিকে
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলা মাইসোরা কলেজে এমন ঘটনায় নতুন করে সাড়া পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।