Saturday, July 5, 2025
Homeজেলার খবরAccident Jharkhand: ঝাড়খণ্ডে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু বাংলার ৪ শ্রমিকের

Accident Jharkhand: ঝাড়খণ্ডে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু বাংলার ৪ শ্রমিকের

Follow Us :

পুরুলিয়া: ভিন রাজ্যে কাজ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা (Jharkhand accident khabar)। পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল বাংলার ৪ শ্রমিকের। তাঁদের মধ্যে ৩ জন পুরুলিয়ার বাসিন্দা। একজনের পরিচয় এখনও জানা যায়নি। ঝাড়খণ্ডের পটমদার ঠঙঠঙি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা (Jharkhand ka accident) তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার একটি পিকআপ ভ্যানে করে ৩২ জন শ্রমিকের একটি দল ঝাড়খণ্ডের টাটানগরের উদ্দেশ্যে রওনা দেন। তাঁরা বিশাখাপত্তনমে রং মিস্ত্রির কাজ করতেন। টাটানগর থেকে ট্রেন ধরে তাঁদের বিশাখাপত্তনম যাওয়ার কথা ছিল। পুরুলিয়া পেরিয়ে ঝাড়খণ্ডে ঢোকার পরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।

পটমদার ঠঙঠঙি এলাকায় পিকআপ ভ্যানটি রাস্তার উপরেই উল্টে যায়। পটমদা থানার পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপতালে নিয়ে যায়। সে খানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে টাটা মেন হসপিটালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: Newtown Accident: সাতসকালে দুর্ঘটনা নিউটাউনে, উল্টে গেল কন্টেনার

গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে নির্মল মাহাতো (৩২) দুর্যোধন মাহাতো (২৩) বরাবাজার থানার সিন্ধরি গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত চারু মাহাতো (২৫) লাকা গ্রামের বাসিন্দা। আরেক জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিনি বাঁকুড়ার বাসিন্দা বলে জানিয়েছেন গাড়িতে থাকা শ্রমিকরা। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39