কলকাতা: ‘পাঁচ অধ্যায়'(Panch Adhya) বাংলা ছবি পরিচালনার মধ্যে দিয়েই সাংবাদিক প্রতীম ডি গুপ্ত(Pratim D Gupta) চলচ্চিত্রের দুনিয়ায় পা রেখেছিলেন। এবার তিনি প্রথম বাংলা ওয়েব সিরিজের(Bengali Web Seeies) কাজে হাত দিতে চলেছেন। এমনটাই খবর। প্রতিমা অবশ্য এর আগে একটি হিন্দি ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন যেটির নাম ‘টুথ পরি'(Tooth Pari)।
‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের(HoiChoi web platform) এই বাংলা সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী(Tota Roy Choudhury), সোহিনী সরকার(Sohini Sarkar) এবং ঋতাভরী চক্রবর্তীকে(Ritabhari Chakraborty)। নারী কেন্দ্রিক এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটাকে। সূত্রের খবর তাকে পুলিশের ভূমিকায় রাখতে চলেছেন পরিচালক প্রতীম। এই সিরিজে রহস্য-অপরাধ পর্দায় ফুটে উঠবে।
প্রসঙ্গত, এর আগে ওয়েব সিরিজে ‘ফেলুদা’ চরিত্রে আমরা টোটা রায় চৌধুরীকে পেয়েছিলাম। নাম ছিল ‘রয়েল বেঙ্গল রহস্য’। পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
টোটা ছাড়াও প্রতিমের ওয়েব সিরিজে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে। তারা হলেন সোহিনী সরকার এবং ঋতাভরী চক্রবর্তী। সোহিনী এর আগে প্রতিমের ‘রান্নাবাটি’ ছবিতে কাজ করেছেন। অবশ্য ছবিটি এখনো মুক্তি পায়নি। প্রতিমের নতুন বাংলা ওয়েব সিরিজ খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে। যদিও এখনই পরিচালক প্রতীম এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।
প্রতীমের প্রথম বাংলা সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে টোটা! কবে থেকে শুরু শুটিং?
নারী কেন্দ্রিক এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটাকে
Follow Us :