বাঙালির পুজো মানে আড্ডা(Adda), খাওয়া দাওয়া আর প্যান্ডেল হপিং(Pandal Hopping)। এই তালিকায় বাদ নেই তারকারাও। পূজোয় কি করবেন জনপ্রিয় চিত্র-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukhopadhya)? এই পুজোয়(Durga Pujo) তার কি প্ল্যান! পূজোর প্রতিবছরই তার বাড়িতে আত্মীয় সমাগম হয়; বাড়িতে আসে বন্ধু-বান্ধবেরাও। বিশেষ করে মায়ের জন্য। শিবুর কথায়, “বিশেষ করে মায়ের জন্য বাড়িতেই সব আয়োজন করা হয়েছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। ছবির চিত্রনাট্য কাজ কিছুটা করি সকালের দিকে। তারপর অল্পবিস্তর শরীর চর্চা। এরপর শুরু হয়েছে পেট পুজো। ব্রেকফাস্ট এ লুচি আর সাদা আলুর তরকারি। দুপুরে থাকে খিচুড়ি। পুজোর খাওয়া মানেই নিয়ম ভাঙ্গার কাহিনী। আমাদের বাড়িতে পুজোয় অঞ্জলি দেবার ব্যবস্থা থাকে। একটা দিন অবশ্য ত্রি ধারার পুজো দেখতে যাই। এছাড়া সপ্তমীর দিন আমাদের বাড়িতে একটি চন্ডীপাঠ এর আয়োজন করা হয়। তাতেই সারাদিন কেটে যায়। এসব কিছুর ব্যবস্থা করা হয় মায়ের জন্য যাতে পুজোটা বাড়িতেই হচ্ছে বলে তিনি মনে করেন।বাড়িতে রাধামাধবের প্রতিষ্ঠিত দেবতা রয়েছেন । তাই বাড়িতে নিত্য় পুজো হয় । জন্মাষ্টমী আর ঝুলনের পুজো খুব বড় করে আয়োজন করা হয় বাড়িতে ।নবমীর দিনটা কাটে বন্ধুদের সঙ্গে “শিবপ্রসাদ বলছেন, ‘বাড়িতে নবমীর দিন সমস্ত বন্ধুরা আসে। ওই দিনটা শুধু বন্ধুদের জন্যই । আর কেনাকাটা? হেসে উঠে পরিচালক বললেন, ‘আমার কিছু কেনা হয়নি, তবে উপহার পেয়েছি প্রচুর । মাও দিয়েছেন, নন্দিতাদি, আমার শ্বশুরবাড়ি থেকেও দিয়েছেন।’ পুজো শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে। বছরের শেষেই মুক্তি পাচ্ছে নতুন ছবি হামি ২ ।
Html code here! Replace this with any non empty text and that's it.