লস এঞ্জেলস : ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের(95th Academy Awards) প্রতিযোগীতায় শর্টলিস্টেড হল দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir Files)। অস্কারের মঞ্চে সেরা ছবির পাশাপাশি সেরা অভিনেতা বিভাগেও প্রতিযোগীতায় রয়েছে বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri) পরিচালিত এই ছবি। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী,অনুপম খের,পল্লবী জোশি,দর্শন কুমার(Mithun Chakraborty,Anupam Kher,Pallavi Joshi,Darshan Kumar) ছাড়াও আরও অনেকেই।গতবছর মুক্তি পাওয়ার আগে থেকেই বারবার বিতর্কে জড়িয়েছে কাশ্মীর ফাইলস।আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চেও বিতর্কে জড়ায় কাশ্মীর ফাইলস-এর নাম।নানামহলে সমালোচিত হয়েছে ছবি।অবশ্য বক্সঅফিসে বড় সাফল্য পেয়েছিল দ্য কাশ্মীর ফাইলস।অবশেষে অস্কারের দৌড়ে স্থান করে নিল ছবি।একদিকে যেমন সেরা ছবির প্রতিযোগীতায় রয়েছে কাশ্মীর ফাইলস।অন্যদিকে তেমনই সেরা অভিনেতা নমিনেশনে জায়গা করে নিয়েছেন ছবির চার অভিনেতা অনুপম খের,মিঠুন চক্রবর্তী,দর্শন কুমার ও পল্লবী জোশি।ট্যুইট করে এমনটাই জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema. ???
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
Deeply humbled to see #TheKashmirFiles as a film and my name shortlisted in #BestFilm and #BestActor catagory for the #Oscars2023! Even as a short list it is a big triumph for us. Congratulations also to other Indian films in the list. भारतीय सिनेमा की जय हो! ?? @TheAcademy pic.twitter.com/VtaGLywtZQ
— Anupam Kher (@AnupamPKher) January 10, 2023
সম্প্রতি ৩০১টি ফিচার ফিল্মের একটি তালিকা প্রকাশ্যে এনেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।সেই তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ছবি গঙ্গুবাই কাঠিয়াওয়ারি,পরিচালক এস এস রাজামৌলির ছবি ট্রিপল আর,ঋষভ শেট্টি পরিচালিত ও অভিনীত কন্নড় ছবি কান্তারা,আর মাধবনের ছবি রকেট্রি-দ্য নাম্বি এফেক্টস,কিচ্চা সুদীপ অভিনীত কন্নড় ছবি বিক্রান্ত রোনা, গুজরাটি ছবি ছেল্লো শো বা লাস্ট ফিল্ম শো এবং বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি অল দ্যাট ব্রিদস্ এবং বেশ কিছু আঞ্চলিক ছবি।অবশ্য শর্টলিস্টেড হলেও অস্কারের মূল প্রতিযোগীতায় কোন কোন ছবি জায়গা করে নিতে পারল তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী ২৪ শে জানুয়ারি নমিনেশনের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে।