মুম্বাই: গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে আংটিবদল করে অবশেষে মুম্বইতে ফিরেছেন নায়িকা পরিণীতি চোপড়া (Parineeti Chopra)৷ বাগদানের পর পরিণীতিকে দেখেই উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা৷ প্রেমের জোয়ারে ভাসছেন অভিনেত্রী। রাজনীতি ছেড়ে এবার পরিণীতিতেই মজলেন রাঘব চাড্ডা। পরিণীতির প্রেমে মজে ভালোবাসার বার্তা আপ নেতার।
হবু স্ত্রী-কে নিয়ে নিজের মননের কথা তুলে ধরলেন রাঘব চাড্ডা। আর রাঘবের ভালোবাসার চিঠিতে মজলেন পরিণীতিও। সমাজমাধ্যমে নিজেদের একটি সুন্দর ছবি পোস্ট করে সম্প্রতি রাঘব লিখেছেন, একটি ভালো দিনেই এই সুন্দরী মেয়েটি আমার জীবনে আসে, উচ্ছ্বল হাসি, রঙিন আলোর রোশনাই নিয়ে আসে জীবনে। বুঝেছিলাম মনের মানুষ পেয়ে গিয়েছি। হাসি নাচ গান অশ্রু আমাদের বাগদান এমনই একটা আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে কেটেছে। ওই ছবি পোস্টের পরেই তার কমেন্টবক্সে উঠে এসেছে একাধিক মন্তব্য। পরিণীতির ভাই শিবং চোপড়া লিখেছেন, ‘সুপার ডিউড?’
বৃহস্পতিবার একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়াকে৷ সাদা প্রিন্টেড পোশাক, তার উপর ডেনিমের জ্যাকেট পরেছিলেন৷ চোখে সানগ্লাস, খোলা চুলে লাস্যময়ী অভিনেত্রীকে হাত নাড়তেও দেখা যায়৷ শুধু তাই নয়, কিছুক্ষণের জন্য থেমে হাসিমুখে পোজও দেন নায়িকা৷ পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিও নেটদুনিয়ার হটকেক৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন-মিসেস চাড্ডা৷
শেয়ার করুন