ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই বলিউড অভিনেতা সারা আলি খান(Sara Ali Khan) ও আদিত্য রায় কপূর(Aditya Roy Kapoor) কলকাতার ইডেন গার্ডেন্সে হাজির হয়েছিলেন তাদের নিজেদের ছবি প্রমোশনের জন্য। তারপর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়িতেও এই জুটি পরিদর্শন করেন।
বলিপাড়ায় আদিত্য রায় কাপুর এবং সারা আলি খানের কথিত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
দু-বছর দীর্ঘ অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্যের বিচ্ছেদ এবং তারপরই সারার প্রতি তাঁর ঘনিষ্ঠতার খবর – সব মিলিয়ে জল্পনার পারদ তুঙ্গে। এই সব গুঞ্জনের মাঝেই আদিত্য রায় কপূর অবশেষে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুলেছেন।
জানা যায়, আদিত্য-অনন্যার বিচ্ছেদে নাকি বেশ ভেঙে পড়েছিলেন অনন্যা। দীর্ঘ দিন অবসাদে ভোগার পর এখন তিনি নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন। কিন্তু অনন্যার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি সারা আলি খান আদিত্যের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন। এই গুঞ্জনের পালে হাওয়া লাগে যখন অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’-তে জুটি বাঁধেন আদিত্য ও সারা। তবে কি এই ছবিই তাদের ঘনিষ্ঠতার কারণ, আর তার ফলেই অনন্যার সঙ্গে বিচ্ছেদ? নেটিজেনদের মধ্যে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ছবি প্রচারের জন্য বিভিন্ন শহরে যাচ্ছেন আদিত্য ও সারা। তাদের চোখে চোখে কথা বলা, ইশারায় ভাব বিনিময় – সবটাই ক্যামেরাবন্দী হচ্ছে। এক ফ্যাশন শো-তে একসঙ্গে হাঁটার সময় তাদের রসায়ন অনেকেরই নজর কেড়েছিল। সম্প্রতি কলকাতায় এসেও তাদের অভিব্যক্তি ছিল লক্ষণীয়। অবশেষে এই জল্পনার অবসান ঘটালেন আদিত্য নিজেই। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “হ্যাঁ, আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে।”
আদিত্যর এই মন্তব্য দ্ব্যর্থবোধক হলেও, অনেকে এটিকে সারার সঙ্গে তার সম্পর্কেরই ইঙ্গিত বলে মনে করছেন। উল্লেখ্য, ‘মেট্রো ইন দিনো'( Metro… In Dino) ছবিতে আদিত্য ও সারা ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল এবং ফাতিমা সানা শেখ। সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েই তৈরি হয়েছে এই ছবি। পরিচালক অনুরাগ বসু বলেছেন, “মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।”
আদিত্যের এই মন্তব্য কি শুধুই ছবির প্রচারের কৌশল, নাকি সারার সঙ্গে তার নতুন সম্পর্কেরই প্রচ্ছন্ন স্বীকারোক্তি – তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আপাতত বলিউড মহলে এই ‘মেট্রো’ ঘিরে আলোচনা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।