এবার অ্যাকশন রোম্যান্স ফিল্ম তৈরি করতে চলেছেন পরিচালক আনন্দ এল রাই। ১১অগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি রক্ষা বন্ধন।আনন্দ এল রাইয়ের পরিচালনায় ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন ভূমি পেডনেকর।পাশাপাশি রক্ষা বন্ধন-এ দেখা যাবে সাদিয়া খাতিব,সাহেজমিন কৌর,স্মৃতি শ্রীকান্ত ও দীপিকা খান্নাকে।ছবির প্রচারে এসেই আগামী ছবি নিয়ে পরিকল্পনা খোলসা করলেন আনন্দ এল রাই।তন্নু ওয়েডস মন্নু,রাঞ্ঝনা থেকে আতরঙ্গী রে।পর্দায় ভিন্নধারার প্রেমের গল্প বলতে তার যে জুড়ি নেই এমনটা ইতিমধ্যেই প্রমান করে দিয়েছেন পরিচালক।তবে এবার আর আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শুধু রোম্যান্সই নয়,থাকবে ধুন্ধুমার অ্যাকশনও।কারণ পরিচালকের পরবর্তী প্রজেক্ট হতে চলেছে একটি অ্যাকশন রোম্যান্স ফিল্ম।
ছবির কাস্টিং নিয়ে এখনই মুখ না খুললেও আনন্দ এল রাই জানিয়েছেন,এতদিন প্রেমের ছবিই তৈরি করতেন তিনি।তাতে অ্যাকশন কোনওদিনই প্রাধান্য পায়নি।তবে এবার একটি রোম্যান্টিক অ্যাকশন ছবি তৈরি করবেন তিনি।ছবির চিত্রনাট্য লেখার কাজও শুরু করে দিয়েছেন তিনি।যা শেষ করতে আরও একবছর সময় লাগবে বলেই মনে করছেন আনন্দ এল রাই।পরিচালকের নতুন অ্যাকশন রোম্যান্স ফিল্ম নিয়ে কি আপডেট প্রকাশ্যে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।