বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এমনকি দেশের বিভিন্ন শহরে এবং বিদেশে যেখানেই বাঙালি আছে সেখানেই চোখে পড়বে এই প্রস্তুতির। কলকাতা এবং তার আশপাশের পুজোয় রূপোলি পর্দার সেলিব্রেটিদের উপস্থিতি প্রতি বছরই চোখে পড়ে। এবারও তার অন্যথা হবে না। টলিউড- বলিউড দু জায়গা থেকেই সেলিব্রেটিরা আসেন পুজোয়। এবার পুজোয় আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয় নায়িকা তিনি। ‘কাঁকুড়গাছি যুবক বৃন্দ’ ও ‘৬৯ তপসিয়ায়া গেট’ দুর্গা পুজো কমিটি ইতিমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশের অভিনেত্রী অপু তাদের পুজোর উদ্বোধন করবেন। সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় দুর্গা বেশে ধরা দেবেন গঙ্গা পারের অপু বিশ্বাস। এই দুই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপু। এই প্রথমবার অভিনেত্রী কলকাতার দুর্গাপুজো দেখবেন। অপুর কথায়,’বাংলাদেশেও আমরা দুর্গাপুজো উদযাপন করি। তবে এবারই প্রথম পুজো কাটবে কলকাতায়’।
Html code here! Replace this with any non empty text and that's it.