একসময় টেলিভিশনের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী একতা শর্মা। ‘কুসুম’, ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘ড্যাডি সামঝা কারো’, ‘কামিনী দামিনী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে নিয়মিত দেখা যেত একতাকে। ছোট পর্দায় একচেটিয়া কাজ করা এই অভিনেত্রীর জীবন হঠাৎ বদলে গেছে করোনার দাপটে। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী একতা শর্মা। শেষ পর্যন্ত জীবিকার তাগিদে চাপা পড়ে যায় তার ভালোবাসার ‘অভিনয়’। বাধ্য হয়ে ছাড়তে হয় ইন্ডাস্ট্রি। কাজের জন্য অনেক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন একতা। কিন্তু কোন সাহায্য মেলেনি। অভিনয়কে আলবিদা জানিয়ে তিনি কল সেন্টারে জীবিকার তাগিদে কাজ শুরু করেন। হাতে কাজ না থাকায় নিজের গয়না বিক্রি করতে হয়েছিল অভিনেত্রীকে। ভেবেছিলেন বছর পার হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবের সঙ্গে টা মেলেনি। জীবনযাত্রার পথ আরো কঠিন হয়ে যায়। শিক্ষিত মহিলা একতা নিজের বর্তমান জীবন সম্পর্কে জানিয়েছেন যে তাকে মানসিক প্রস্তুতি নিতে হয়েছে এই চাকরি করার জন্য। দুটো ভিন্ন ধরনের জীবনযাত্রা। অভিনয় ছেড়ে চাকরি করা সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না অভিনেত্রী একটা শর্মার কাছে। ইন্ডাস্ট্রিতে দুদশক কাটিয়েও এই ঝুঁকি নিতে একটা পিছপা হননি। লকডাউনের আগে একতা ‘বেপানহা প্যায়ার’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.