Saturday, July 5, 2025
HomeবিনোদনLove Sex Aur Dhokha 2 : এবার ‘লাভ সেক্স অউর ধোকা ২’

Love Sex Aur Dhokha 2 : এবার ‘লাভ সেক্স অউর ধোকা ২’

Follow Us :

মুম্বই : লাভ সেক্স অউর ধোকা ২(Love Sex Aur Dhokha 2) নিয়ে এবার হাত মেলাচ্ছেন প্রযোজক  একতা কাপুর ও পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়(Ekta Kapoor & Dibakar Banerjee)।২০১০সালে মুক্তি পায় পরিচালকের ভিন্নধর্মী ছবি লাভ সেক্স অউর ধোকা(Love Sex Aur Dhokha)।এমএমএস স্ক্যান্ডাল,অনার কিলিংয়ের মতো বিষয় উঠে এসেছিল ছবিতে যা নিয়ে একসময় বেশ বিতর্কও তৈরি হয়েছিল।মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অংশুমান ঝা,রাজকুমার রাও,নুসরত ভারুচার মতো অভিনেতা-অভিনেত্রীরা।তারপর কেটে গিয়েছে প্রায় ১৩বছর।এবার লাভ সেক্স অউর ধোকা ২ নিয়ে পরিকল্পনা করছেন প্রযোজক একতা কাপুর।ছবিটি পরিচালনার ভার দিবাকরকেই দেবেন সোপ অপেরা কুইন।নির্মাতা সংস্থা সূত্রে খবর,ছবিতে থাকবে প্রচুর চমক।শীঘ্রই ছবির ঘোষণা করবেন একতা কাপুর।আর তাতেও নাকি থাকবে বড় চমক।

সদ্যই জানা গিয়েছে,সলমন খানের বিগ বস সিজন ১৬-এর সেটে যাবেন একতা ও দিবাকর। সেখানেই ছবির অ্যানাউন্সমেন্ট হবে।ছবির গল্পের সঙ্গে নাকি বিগ বসের মতো একটি রিয়েলিটি শো-এর যোগ রয়েছে।সেই কারণেই সলমন খানের শো কে লাভ সেক্স অউর ধোকা ২-র আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন একতা কাপুর।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39