Saturday, July 5, 2025
HomeবিনোদনAlia Bhat Paparazzi: ব্যক্তিগত মুহূর্ত লেন্সবন্দী,পুলিশের দ্বারস্থ বলি-অভিনেত্রী

Alia Bhat Paparazzi: ব্যক্তিগত মুহূর্ত লেন্সবন্দী,পুলিশের দ্বারস্থ বলি-অভিনেত্রী

Follow Us :

মুম্বই:  ক্যামেরায় তারকাদের সর্বসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেলিব্রিটি হিসেবে পরিচিতি ঘটায় একমাত্র ক্যামেরাই। কিন্তু তার মানে এই নয় যে তাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি হোক সেটা তারকারা চান। বাড়িতে ব্যক্তিগত মুহূর্ত যদি অতর্কিতে ক্যামেরাবন্দি হয় তাহলে তো গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! ছবির জন্য পাপারাৎজিরা মাঝেমধ্যেই বলি তারকাদের পিছনে ছুটেন। এবং সেই কারণে বহুবার দেখা গেছে তারকারা মেজাজ হারান।
এবার নিজের বাড়িতে ব্যক্তিগত কিছু মুহূর্ত অতর্কিতে ক্যামেরাবন্দি হয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। বাড়ির বৈঠকখানায় একান্তে বসে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। পরনে ছিল বাড়ির পোশাক। ঠিক তখনই মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে দুজন পাপারাৎজি ক্যামেরা বন্দি করেছেন আলিয়াকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খুব উপড়ে দিয়েছেন রণবীর কাপুর ঘরণী। কন্যা রাহার সুরক্ষা নিয়ে যথেষ্ট চিন্তিত মা আলিয়া।

আরও পড়ুন: Earthquake Sunny Leone: ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ার জন্য সানির আর্থিক সাহায্য

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে অভিনেত্রী বলেছেন, ‘এটা কোন ধরনের রসিকতা! এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা তো একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সমস্ত কিছুর একটা সীমা রয়েছে যেটা পার করা উচিত নয়।’ আলিয়ার পোস্টটি মুম্বই পুলিশকে ত্যাগ করা হয়েছে। পুলিশকে তিনি করা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
এই ঘটনায় আলিয়া পাশে পেয়েছেন সতীর্থদের। অর্জুন কাপুর আলিয়ার পোস্ট শেয়ার করে লিখেছেন সমস্ত সীমা এরা অতিক্রম করে ফেলেছে। মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিনেত্রী অনুষ্কা শর্মা লিখেছেন এমন ঘটনা তাদের সঙ্গেও ঘটেছে। মানুষের গোপনীয় তাকে এরা সম্মান করতে জানে না। সমব্যথী অনুষ্কা লিখেছেন, ‘বছর দুয়েক আগে এরাই আমাদের সঙ্গেও এমন করেছিল।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39